পাতা:জয়তু নেতাজী.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৮
জয়তু নেতাজী

অবাধ্যতার জন্য শাস্তি দেন, কিন্তু শ্রীরাজাগোপালাচারীর মত যাঁহারা ক্রমাগত ঐ ব্রিটিশের সহিত যে কোন সর্ত্তে হউক সদ্ভাব ও সহযোগিতার নীতি প্রকাশ্যে প্রচার করিয়া থাকেন, তাঁহাদিগকে কিছুই বলেন না? যে ভুলাভাই দেশাই গত সত্যাগ্রহের যুদ্ধে যোগ দেন নাই তাঁহাকেই সেণ্ট্রাল এসেম্বলীতে কংগ্রেস-পার্টির নেতা হইতে দেওয়া কতখানি অন্যায়, কিরূপ তামাসার ব্যাপার! [“Was it not infamous and ridiculous for the Congress High Command to take disciplinary action against those veterans who were insisting on a struggle with British Imperialism, and on the other hand let off scot-free those Congressmen like C. Rajagopalachari, who were consistently advocating in public a policy virtually amounting to unconditional Co-operation with the British Government? Was it not unfair and ridiculous to make Shri Bhulabhai Desai the leader of the Congress party in the Central Assembly, when he did not play his part during the last Civil Disobedience movement?” —June 23, 1945]

 যতদিন আমেরিক চুংকিঙে (Chungking) আধিপত্য করিবে ততদিন চীন কখনও এক-রাষ্ট্র হইতে পারিবে না। চীন এবং ভারত স্বাধীন না হইলে এশিয়ার দাসত্ব খুচিবে না। ["So loug as Chungking is dominated by America I do not see how the unification of China will be possible...A free Asia is not possible without a free China and a free India”—June 24, 1945]