পাতা:জয়তু নেতাজী.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট
১৮৯

১০

ইঙ্গ-মার্কিণ জাতিদ্বয়ের প্রয়েচনায় চিয়াংকাইশেক চীনদেশটা তাহাদের নিকটে বন্ধক রাখিয়াছে।...জাপানীরা কোন কারণে পরাজিত হইলে চীন নির্ঘাত মার্কিণের কবলস্থ হইবে; ইঙ্গ-মার্কিণের অনুগ্রহেই তাহাকে বঁচিয়া থাকিতে হইবে। শুধুই চীনের নয় সমগ্র এশিয়ার পক্ষে ইহার মত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। [“The Anglo Americans have made Chiag Kai Shek mortgage China to them;―the fact however is that if Japan is defeated by any chance, then China will inevitably pass under American influence and be at the mercy of the Anglo-Americans. This will be a tragedy for China and for the whole of Asia”―July 10, 1944]

১১

 কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কগ্রেসের ভিতরেই হােক, আর বাহিরেই হোক সমগ্র জাতির হইয়া কথা বলিতে পারে না। [“The Congress Working Committee does not represent national opinion in the Congress or the Country"―June 26, 1945]

১২

 দেশের জনগণকে যেন এ কথা উত্তমরূপে বুঝাইয়া দেওয়া হয় যে, এতবড় একটা গুরুতর বিষয়ে (ব্রিটিশের সহিত চুক্তি করার ব্যাপারে, প্রথমে লর্ড ওয়াভেল ও পরে লর্ড মাউণ্টব্যাটেনের সহিত) ওয়ার্কিং কমিটির ঐ কয়েকজন ব্যক্তিই জাতির ভাগ্য-বিধাতা হইতে পারে না;