১৫
আমি চিরদিন একমাত্র ভারতের কল্যাণ কামনা করিব; আমার মাতৃভূমির প্রতি কখনো অধর্ম্মাচরণ করিব না, তাহার জন্যই আমি বাঁচিব এবং তাহার জন্যই মৃত্যু বরণ করিব। ••সেই সত্যকার কল্যাণের পথ হইতে আমাকে বিচলিত করিতে পারে, এমন মানুষ কোথাও নাই। ["I shall always be loyal to India alone. I would never deceive my mother land, I will live and die for her―There is no one who can divert me from the right path"―July 4. 1943]
১৬
এ বিষয়ে আমার কোন সন্দেহ নাই যে, বর্ত্তমান যুদ্ধ শেষ হওয়ার দশ বৎসরের মধ্যে, হয়তো আরও পূর্ব্বে, তৃতীয় মহাযুদ্ধ আরম্ভ হইবে―যদি বর্তমান যুদ্ধের মধ্যেই পৃথিবীর যাবতীয় নিগৃহীত জাতি স্বাধীন হইতে না পারে। [“I have no doubt that World War No, 3. will break out within ten years of the end of this war and perhaps much earlier, in case all the suppressed nations of the world are not liberated during the course of the present war”― June 2. 1943]