১৷৶৹
আমি এই দ্বিতীয় সংস্করণ প্রকাশিত করিতে আর বিলম্ব করিলাম না। আরও কারণ, আমার মনে হইতেছে, এতদিনে নেতাজীকে জানিবার ও বুঝিবার মত মনের অবস্থা ফিরিয়া আসিয়াছে।
নেতাজীর সেই পরিচয় আমার এই গ্রন্থে তাঁহারা যে ছন্দে, এবং যে ছায়ালোকসম্পাতে নূতন করিয়া পাইবেন, ঠিক তেমনটি আর কোথাও পাইবেন না, ইহা নিশ্চিত। আরও কত ধরণের কত পরিচয় কত ভাষায় রচিত হইয়াছে, সে সকল গ্রন্থের মূল্য আমার এই ক্ষুদ্র পুস্তক অপেক্ষা অধিক হইবারই কথা; তথাপি, আমি নেতাজী সুভাষচন্দ্রের অন্তর-পুরুষকে যে ভাবে দেখিয়াছিলাম, আর কেহ যে তেমন করিয়া দেখেন নাই, ইহা আমি সত্য বলিয়া জানি, এইজন্য সেই ভাবাবেশের অবস্থায় আমার লেখনীমুখে যাহা বাহির হইয়াছিল তাহার কিছুই পরিবর্ত্তন বা পরিবর্জ্জন করি নাই। সে দেখা এমনই যে, কেবল এই রচনাটীই নয়―আমি তাহার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গান্ধী কংগ্রেসের ব্যর্থতা, এবং তাহা হইতে পরিত্রাণের একমাত্র উপায় সম্বন্ধে এমনই একটি নিসংশয়তা লাভ করিয়াছি যে, তাহার পর যাহা কিছু ঘটিয়াছে ও ঘটিতেছে তাহার কার্য্য-কারণ ও ফলাফল জলের মত পরিষ্কার বোধ হইয়াছে। আমি কখনও রাজনীতি চর্চ্চা করি নাই। এই গ্রন্থেও যে সকল কথা আছে তাহা রাজনীতিশাস্ত্রের কথা নয়; তথাপি অনেক রাজনৈতিক, গান্ধীবাদী, কংগ্রেসী যোদ্ধা (এবং সাহিত্যিক)―আমি অনধিকারী বলিয়া―এই পুস্তকের প্রতি অবজ্ঞা প্রদর্শন করিয়াছেন। কিন্তু আমি জানি, আমার দৃষ্টি রাজনীতির দৃষ্টি নয়―তাহা এমন এক নীতি যাহা সকল নীতির উপরে; উহাই মানব-ধর্ম্মনীতি ও শাশ্বত সত্য-নীতি, এবং সে প্রেরণা আমি লাভ করিয়াছি―সেই এক পুরুষের অন্তর মধ্যে প্রবেশ করিতে পারিয়া।