পাতা:জয়তু নেতাজী.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

২৲

“ecstasy of art, or contemplation”-ই কেহ কেহ পরমপুরুষার্থ করিতে পারেন নাই।

 আর কয়েকখানি পুস্তক পরে পড়িবার সৌভাগ্য আমার হইয়াছে তাহার মধ্যে জেনারেল শাহনওয়াজ-লিখিত ‘I. N. A and its Netaji’ নামক গ্রন্থখানি পাঠ করিয়া ধন্য হইয়াছি। এই পুস্তকখানিকে “নেতাজী-চরিত-মানস” বলা যাইতে পারে; সেই ‘চরিত’ লিখিবার যােগ্যতা ও অধিকার তাঁহার যেমন আছে তাহা সকলের নাই। এই গ্রন্থ পাঠ করিয়া আমার কেবল ইহাই মনে হইয়াছে যে, হােমারের ‘ইলিয়াড’, বাল্মীকির ‘রামায়ণ’ ও ব্যাসের ‘জয়’-মহাকাব্য পাঠ করার পব যদি আর একখানি মহাকাব্য তেমনই পাঠ্য হইতে পারে, তবে তাহা এই ‘নেতাজী-চরিত’―এই মহাবস্তদান-গাথা। অথচ ইহা কাব্য নহে―ইতিহাস! আমার বিশ্বাস, জগৎ-সাহিত্যে এমন মহাকাব্য আর মিলিবে না। ভারত যদি আবার বাঁচিয়া উঠে, তবে রামায়ণ মহাভারতের মতই এই মহা-কাহিনী, যুগ-যুগান্তর ধরিয়া, কৃষকের পর্ণকুটীর হইতে ধনীর প্রাসাদ পর্য্যন্ত সর্ব্বত্র ঘরে ঘরে পঠিত হইবে; কত গান, কত গাধা, কত কাব্য, কত নাটক এবং কত রকমের শিল্পকলায় এই অমৃত-নিস্যন্দী বসুধারা প্রবাহিত হইতে থাকিবে।

জয় হিন্দ্!

 বৈশাখ, ১৩৫৭
―গ্রন্থকার