পাতা:জয়তু নেতাজী.djvu/৫০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
জয়তু নেতাজী

নিষ্ফল হইতে পারে না। এখানেও মানুষকে মানুষের ভাষায় সেই পুরুষ আশ্বাস দিতেছেন―

স্মৃতির হিমাদ্রিশিরে, জীবনযাত্রা-উৎস-মূলে, মানব মানসে―
সে কীর্ত্তি-কিরণ
যে-ঠাঁই যেখানে পড়ে, মৃতসঞ্জীবন সেই প্রাণের পরশে
মরিবে মরণ!

যে দীপ নির্ব্বাণ আজি, বিফল হয়েছে যেই পুণ্য অবদান,
কালকুক্ষিগত―
সেই ব্যথা, ব্যথিতের চন্দ্রানন হারাবে না, র’বে জ্যোতিষ্মান,
সুন্দর শাশ্বত।

―এ সকল কথা নূতন নয়, বরং অতিশয় পুরাতন; এ সেই গীতার কথা―‘নহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি,’ ‘স্বল্পমপাস্য ধর্ম্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ’, ‘ন হন্যতে হন্যমানে শরীরে’―‘তস্মাৎ যুদ্ধস্ব, ভারত!’ কিন্তু কোন্ সত্য পুরাতন নয়? সেই পুরাতনকেই নূতন করিয়া তুলিতে না পারিলে তাহার মূল্যই বা কি? এ বাণী কেবল তাহারই কণ্ঠে জীবন্ত হইয়া উঠে―যে স্বয়ং পুরুষ-যজ্ঞের সেই পুরুষ, যে নিজেকে নিঃশেষে সেই যজ্ঞে আহুতি দিয়াছে।

এই বাণী প্রচারিল দেশ-জাতি-ত্রাতা সেই দেবতার মুখে,
আজও সেই গান