পাতা:জয়তু নেতাজী.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

“তোমার আসন শূন্য আজি, হে বীর, পূর্ণ করো,
ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরো থরো॥ 
বাজল তূর্য্য আকাশ-পথে,
সূর্য্য আসেন অগ্নি-রথে, 
এই প্রভাতে দখিন হাতে বিজয়-খড়্গ ধরো॥ 


ধর্ম্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, 
অমর বীর্য্য সহায় তোমার, সহায় বজ্রপাণি। 
দুর্গম পথ সগৌরবে 
তোমার চরণ চিহ্ন লবে,
চিত্তে অভয়-বর্ম্ম তোমার, বক্ষে তাহাই পরো॥”