এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৪
জয়তু নেতাজী
ভাবনা-চিন্তা―আজ হইতে ত্যাগ করিলাম। এখন হইতে আর কিছু নয়, কেবল―মা! মা! আমি বড় ভুল করিয়াছিলাম, তাই মা আমাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, ‘বিধর্ম্মীরা যদি আমার মন্দিরে প্রবেশ করে, আমার বিগ্রহগুলাকে অপবিত্র করে, তাহাতে তোর কি? তোর ত’ আস্পর্দ্ধা কম নয়! তুই আমার রক্ষাকর্ত্তা, না আমিই সকলকে রক্ষা করি?’—তাই আর নয়, আমি সব ভাবনা ত্যাগ করিয়াছি।” স্বামীজীর কথা বোধহয় আর অধিক বলিতে হইবে না; ঐ ঘটনা, এবং ঐ কথাগুলির ভিতরে স্বামীজীর যে পরিচয় অসংশয় হইয়া উঠিয়াছে, তাহার পর নেতাজীর আবির্ভাবকে আর অসম্ভব বা অপ্রত্যাশিত বলিয়া মনে হইবে না। স্বামীজী সেদিন যে জ্বালাকে জোর করিয়া রুদ্ধ করিয়াছিলেন, তাহাই যথাকালে অগ্নিশিখায় বিস্ফুরিত হইয়াছে।