পাতা:জিজ্ঞাসা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে বড় ? e(t মনুষের জন্য যাহার কৃষ্ট হইয়াছে, তাহা হইতেই মনুষ্য আবার দুঃখ লাভ করিবে, স্বষ্টিকৰ্ত্তার আদৌ এ উদ্দেশু ছিল না । মনুষ্য আপনার দোষেই এই দুঃখ ভোগের অধিকারী হইয়াছে । পুরাতন জ্যোতিষের মতে আমাদের ক্ষুদ্র ভূমণ্ডলটি সমগ্র ভৌতিক জগতের কেন্দ্রবর্তী সাব্যস্ত হইয়াছিল ; সেইরূপ ভূমণ্ডলবাসী মনুষ্যনামধেয় জন্তু আধ্যাত্মিক হিসাবে সমগ্র অধ্যাত্মিক জগতের কেন্দ্রবর্তী বিবেচিত হঠত । এষ্ট ধ্রুব সত্যের সম্বন্ধে সন্দেহ উত্থাপন একটা মহাপাতকের মধ্যে পরিগণিত হইত। যাহারা.এইরূপ মহাপাতকে লিপ্ত হইতে সাহস করিতেন, তাহীদের জন্ত গ্যালিলিওর মত অথবা ক্ৰণোর মত পাপান্ত যায়ী প্রায়শ্চিকের ব্যবস্থা হইভ । স্বষ্টিকৰ্ত্ত কি উদ্দেশ্র্যে এই বিচিত্র জগতের সৃষ্টি করিয়াছেন, সেই BBBBBBB BB BBBBB BB BBB BB BBB BBBB সহিত নিযুক্ত আছে । এই অনুসন্ধান ব্যাপারে মনুষের এরূপ গুরুতর মাথাব্যাথার কারণ কি, তাহা বল। দুষ্কর । কারণ যাঙ্গাই হউক, বিধাতা যে বিন উদ্দেখে একটি ক্ষুদ্র পিপীলিকার বা একটি ক্ষুদ্র বালুকণার স্ব ষ্ট করেন নাই, ও সেই পিপীলিকাকে ০ সেই বালুকণাকে যথাকলে ৪ যথাস্থানে স্থাপন করেন নাই, ইহা একরকম সৰ্ব্ববাদিসম্মত সত্যরূপে গৃহীত হইয়াছে । এই সৰ্ব্ববাদি সম্মত সত্যের ভিন্তিমূল আরও দৃঢ়তর করিবার নিমিন্ত বড় বড় মস্তিষ্ক গভীর গবেষণায় নিযুক্ত ছিল । কয়েক বৎসর পূৰ্ব্বে জগতের প্রত্যেক ঘটনায় ও জগতের প্রত্যেক রহস্তে বিধাতার একটা গভীর গুপ্ত উদ্দেশ্যের আবিষ্কারই তাৎকালিক বিজ্ঞানশাস্ত্রের মুখ্য ব্যবসায় ছিল, বললে অত্যুক্তি হয় না । যাহার সন্দেহ হয়, তিনি পেলীর গ্রন্থ ও ব্রিজ ওয়াটার গ্রন্থাবলী পাঠ করিবেন | * -- বলা পাহুল্য জগৎ সৃষ্টি বিষয়ে স্বষ্টিকৰ্ত্তীর এক মাত্র উদেশু তার