পাতা:জিজ্ঞাসা.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে বড় ? > S > বলিতেছে, সাত হাজার বৎসর পুৰ্ব্বে পৃথিবীর স্বষ্টি হয় নাই। কত কত সাত হাজার বৎসর জগতের ইতিহাসে উত্তীর্ণ হইয়া গিয়াছে, তখন মনুষ্যনামক জীব আবিভূত হয় নাই । কত ম্যামথ, কত মাষ্ট্রোডন, কত ভয়াবহ সরীসৃপ, কত ভীষণ মকর তিমিঙ্গিল, পূপে ধরাপুষ্ঠে তোমারই মত স্পৰ্দ্ধার সহিত বিচরণ করিত, তখন তোমার উদ্ভব হয় নাই । তাহারও পূৰ্ব্বে এই ক্ষুদ্র পৃথিবীরই কত কোটি বৎসর অতীত ইয়াছে, যখন কোন জীবেরই অস্তিত্ব ছিল না । তখন ধরাপৃষ্ঠে জীব ছিল না, কিন্তু চন্দ্র এমনই জোনাকি দিত, স্বর্য্য এমনই করিয়া তাপ দিত, দূরস্থ নক্ষত্রগণ এমনই করিয়া প্রতিদিন গগন মণ্ডলে দেখা দিত। কিন্তু সে কি তোমারই জন্ত ? তুমি তখন কোথায় ? হুইবেলের করতালির শবো মোহিত হইল না। লাপলাসের গণনাতেও প্ৰমাদ আছে। পঞ্চাশ বৎসর পূৰ্ব্বে বিজ্ঞান আশা দিয়াছিল, সৌর জগতের ধ্বংস নাই ; কিন্তু পঞ্চাশ বৎসর না যাইতেই বিজ্ঞান আবার বলিতেছে, সৌর জগতের ধ্বংসে বড় বিলম্ব নাই । সেই ভবিষ্যৎ দূরবর্তী নহে, যখন স্বৰ্য্য নিবিয়া যাইবে, যখন পৃথিবী ভাঙ্গিয়৷ যাইবে, এককালে যে স্থয্যের কুক্ষি হইতে বাহির হইয়াছিল, পুনশ্চ সেই স্বৰ্য্যের কুক্ষিতেই হয়ত বিলীন হইবে । জগৎ তখনও থাকিবে । কিন্তু তুমি মনুষ্য, তুমি তখন কোথায় থাকিবে ? সাগরপৃষ্ঠ বুদ্ধ,দ, তুমি তখন সাগরে লীন তইয়া যাইবে ; তোমার অস্তিত্ব তখন বিস্মৃত । বিলুপ্ত হইবে। তুমি জগতের পভৃত্বের স্পদ্ধ হইও না । প্রায় চল্লিশ বৎসর হইল, ডারুইন তাহার মহাগ্ৰস্থ প্রচার করেন। ডারুইন প্রকৃতির মুখ হইতে যে অবগুণ্ঠনখান মোচন করিয়া দিয়াছেন, নিতান্ত মৃৰ্থ ভিন্ন সকলেই জানে, যে তাহাতে প্রকৃতির সৌন্দৰ্য্য দশকের চোখে আরও ফুটিয়া উঠিয়াছে। কিন্তু মনুষোর স্পৰ্দ্ধার তাহাতে কি হইয়াছে ? স্পৰ্দ্ধার কারণ কমিয়াছে বই বাড়ে নাই। প্রজাপতির