পাতা:জিজ্ঞাসা.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88 জিজ্ঞা । ভাগ কার্যাটার এস., হঠলে বলতে হইবে, জীবসমাজের । পুনঃসংস্করণ আবশুক ; মনুষ্যকে অত উচে দলে চলিবে না । • নিউটনের বহুপূরে ভাস্করাচার্য। অথবা কোন পgs a বীর মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন বলিয়া যাহারা সগৰ্ব্বে সংস্কৃত শ্লোকের প্রমাণ আওড়ান, তাহাদিগকে দুঃখের সহিত বলিতে নয়, হইতেছি, নিউটন, পৃথিবীর কেন, কোন পদার্থেরই, আকর্ষণশক্ষি, অস্তিত্ব নুতন আবিষ্কার করেন নাই । নিউটনের বহুপূৰ্ব্বে এষ্ট আকর্ষণ আবিষ্কৃত হইয়াছিল । যে জম্বুক আঙ্গরের প্রত্যাশায় উৰ্দ্ধমুখে অপেক্ষ করিয়া৮িল, সে ও জনিত যে আঙ্গুর ফল পৃথিবীর দিকে আকৃষ্ট হয় । অপিচ, লেপকেব এই উক্তিতে নিউটনের ০ ভাস্করের মাহাত্মাময় যশোরাশির কণিকামাত্র অপচয় ঘটিবার সম্ভাবনা নাই ! কিন্তু প্রকৃত কথা এই আতাফল যে কি কারণে ভূপতিত হয়, এ পর্যাস্তু કામ অনাবিষ্কৃত রহিয়াছে ; এবং মনুষের অস্তঃ করণ যত দন BB BBB BBB BS BBB BS BBBBS BB S BB BBBB BBB হুইবার কোন অাশা নাই । * নিউটন আতাফলের ভূপতনের কারণ নির্দেশ করেন নাই, তবে তিনি যে একটা প্রকাণ্ড কার্য্য সাধন করিয়া গিয়াছি নে, সেটার তাৎপর্যা বুঝিবার চেষ্ট পাওয়া উচিত । আতাফল যে বৃত্তচু্যত ইষ্টলেই পৃথিবীর দিবে। ८लोछ्झा, इंश्! নিউটন যেমন দেখিয়ছিলেন, মনুষ্য হইতে কীট পর্যন্ত সকলেষ্ট তাহা চিরকাল ধরিয়া দেখিয়া আসিতেছে। কিন্তু এই ঘটনার মূলে আতাব প্রতি পৃথিবীর আকর্ষণ আছে, অথবা পৃথিবীর প্রতি তাতার অনুরাগ আছে, তাহ] নিঃসন্দেহে বুঝা যায় না । ফলে বৃত্তচু্যত আতাফল আপন প্রেমভরেই হউক বা মেদিনীর আকর্ষণ বশেই হউক, চিরকালই মেদিনীর প্রতি ধাইতেছে ।