পাতা:জিজ্ঞাসা.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8Ꮼ জিজ্ঞাসা জটিলতার অন্ত পান নাই। গ্ৰহগণের মধ্যে চন্দ্র আর স্বৰ্য্য কতকটা সহজ নিয়মে চলিয়া বেড়ান । কিন্তু অন্তান্ত গ্রহ কখন কোথায় থাকেন, তাহার গণনা দুষ্কর । উহার কখন ধীরে চলেন, কখন দ্রুত চলেন, কখন আবার চলিতে চলিতে পিছু হাটেন। যেখানে ঘুরিয়া ন। বেড়াইলে নিস্তার নাই, সেখানে আবার এত লুকোচুরি খেলা কেন ? হঠাৎ কোপনিকস বললেন, কি তোমাদের দৃষ্টির ভ্ৰম! উহাদের গতির নিয়মে এত যে জটিলতা দেখিতেছ, সে তোমাদেরই দৃষ্টির দোষে । একবার মনোরথে চাপিয়া পৃথিবী ছাডিয়া স্বৰ্য্যমণ্ডলে দাড়াও ; দেখ কেমন সুন্দর সুশৃঙ্খলায় উহারা ধীরভাবে ও সুনিয়তভাবে স্থৰ্য্যমণ্ডলেরই চার দিকে ঘুরিতেছে। আর তোমার পৃথিবী, সে ও স্থির নহে, সেও অন্তান্ত গ্রহের তায় স্বর্য্যেরই চারি দিকে ভ্রমণশীল । আর চন্দ্র, এক তিনিষ্ট পৃথিবীর চারিদিকে ঘুরিতেছেন। বস্তুতঃ, স্বর্য পৃথিবী প্রদক্ষিণ করে না ; পৃথিবীই স্বৰ্য্য প্রদক্ষিণ করে ; এবং অন্ত গ্রহেরাও পৃথিবী প্রদক্ষিণ করে না, তাহারাও স্বৰ্য্য প্রদক্ষিণ করে। তাহদের ভ্রমণপথে বিশেষ কোন জটিলতা নাই ; তাহাদের ভ্রমণে বিশেষ কোন অনিয়ম নাই । তাগর কলুর চোখঢাকা বলদের মত অপার গাম্ভীর্য্যের সহিত চক্রপথে একই নির্দিষ্ট নিয়মে একই মুখে স্বর্যের চারিদিকে ঘুরতেছে। তুমি যদি হু মণ্ডলের অধিবাসী হইতে, তাহা হইলে দেখিতে পাষ্টতে, উহাদের মত কেমন মুনিয়ত। যে কেন্দ্রের চারদিকে উহাদের পথ, তুমি স্বয়ং সে কেন্দ্র ছাড়িয়া দুরে পৃথিবীতে রহিয়াচ, ও স্বয়ং পৃথিবীর সহিত ঘুরিতেছ, তাই তোমার বোধ হইতেছে, উহাদের রাস্তা এত আঁকাবাকা, উহাদের গতি এমন অসংযত । কোপনিকসের কথাটা সকলেই দুই চার বার মাথা নাড়িয়া অব শেষে মানিয়া লঙ্গল। ধার্ঘ্য ষ্টল, স্বর্যই স্থির, আর পৃথিবীই অস্থির ;