পাতা:জিজ্ঞাসা.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b" জিজ্ঞাসা খ'র দুরত্ব ক’ব চারি গুণ। এখন চারিকে ত্রিঘাত করলে চার গ ষোল ও চারি ষোলতে চৌষটি হয়। আর চৌষটির বর্ণ-মূল হয় অ} এখন ক যদি ঘুৰে এক বৎসরে থাকে ঘুরতে হইবে আট বৎসরে । তেমনি যদি গ-এর দুরত্ব হয় নয় গুণ, তাহ হইলে ৯ x ৯ x ৯= ৭২৯ ; আর ৭২৯ এর বর্গ-মূল ২৭ , তাহা হইলে ব যদি ঘুরেন এক বৎসরে, তাহা হইলে গ, যিনি নয় গুণ দুরে আছেন, তাহ ৫ ঘুরিতে ইবে ২৭ বৎসরে । বুধ হইতে আরম্ভ করিয়া শনি পর্য্যস্ত ছয়ট গ্রহ এইরূপে যেন পরামুর্শ করিয়া আপন আপন বিহিত সময়ে আপন আপন পথে স্থৰ্য্য প্রদক্ষিণ করিতেছে । কেপলার গ্ৰহগণের গতির সম্বন্ধে এই কয়টা নিয়ম আবিষ্কার করেন । প্রত্যেক গ্রহই বৃত্তাভাস পথে চলিতেছে, এবং র্যা হইতে দূরত্বভেদে কখন বা একটু দ্রুত, কখন বা একটু মন্দ গতিতে চলিতেছে । আর বিভিন্ন গ্রহ বিভিন্ন পথে থাকিয়া ও আপন আপন দুরত্বের হিসাবে ভ্রমণকালের একটা নিয়ম স্তির করিয়া, সেই হিসাবে না থাকালে চলিতেছে । এই পৰ্য্যস্ত হইল সত্য ঘটনা । ইহার সত্যতায় অবিশ্বাস করিবার কারণ নাই ; কেন না, সত্য বটে কি না, কিছু দিন ধরিয়া আকাশ পানে চাহিয়া থাকিলেই বুঝতে পারবে । আতাফল বুন্তচু্যত ইষ্টলেই মাটিতে পড়ে, ইহা যেমন সত্য ঘটনা, গঙ্গগণ উক্ত নয়মে স্বর্য্য প্রদক্ষিণ করে, ইহাও সেইরূপ সত্য ঘটনা । কিন্তু উহারা ঐরূপে ঘুরিয়া বেড়ায় কেন, এই প্রশ্ন আসিয়া পড়ে। ঘুরিয়া বেড়ায় সে ত দেখিতেছি ; কিন্তু কেন বেড়ায় ? গ্রহগুলার কি এত মাথা ব্যথা যে, স্বৰ্য্যকে অবিরাম প্রদক্ষিণ করিতেই হইবে ? আর ঘুরিবেই যদি, ত প্রত্যেকেরই রাস্তাটা এমন কেন ? আর বেড়াইবার রীতিটাই বা এমন কেন ? কাছে থাকিলে একটু