পাতা:জিজ্ঞাসা.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q o জিজ্ঞাসা ধণবল রহিয়াছে ; যে গ্রহের দূরত্ব যত অধিক, এই আকর্ষণবলে পরিমাণ দূরত্বের বর্গঠুিসারে তত কম। o এই স্বত্রে একটা মূর্তন শত্ব রহিয়াছে,—আকর্ষণবল। আকর্ষণ শব্দটার বিশেষ মাহাত্মা নাই। বল শব্দটার তাৎপর্য্য হৃদগত কথা একটু কঠিন । বল কাহাকে বলে ? বল একটা পারিভাষিক শব্দ যাহতে গতি উৎপাদন করে, তাহাই বল । একবার দেখিয়াছিলাম, কোন পণ্ডিত গম্ভীরভাবে তর্ক উপস্থিত করিতেছেন, ক্রোধে হস্তপদাদির গতি উৎপন্ন হয়, অতএব ক্রোধ একটা বল । নিউটনের প্রেতাত্ম তাহার পরিভাষার এইরূপ দুৰ্গতি দেখিয়া হাসিয়াছিলেন কি কঁাদিরছিলেন, বলিতে পারি না । মনের ভাব প্রকাশ করিবার জন্য ভাষা আবশুক । কিন্তু ভাষার দোষে ভাব কেমন বিকৃত হইয়া প্রকাশ পায়, নিউটনের দত্ত বলের সংজ্ঞার দুর্গতি দেখিলে কতক বুঝা যাইতে পারে । নিউটনের ভাষায় গতি উৎপাদন বলের কাজ ; বল গতি জন্মায় । গতি জন্মায় ইহার অর্থ কি ? মনে কর একখানা টে,ণ ষ্টেশনে দাড়াষ্টয়াছি, চলিতে লাগিল । উগর গতি জন্মিল। ক্রমে উহার বেগ বাড়িতে লাশিল ; ষ্টেশন ছাড়িয়া প্রথম মিনিটে চলিয়াছিল আধ পোয়, তার গ মিনিটে চলিল এক পোয় ; উহার বেগ বাড়িল ; এখানেও বলিব উহার গতি জন্মিতেছে । কিছুক্ষণ পরে গাড়ী যখন পূরা দমে ঘণ্টায় ষাটি মাইল বেগে চলিতেছে, তখন আর গতি জন্মিতেছে কি ? না । বেগ তখন খুব বেশী, কিন্তু বেগ আর বাড়িতেছে না ; গতি জন্মিলে বেগ বাড়িত। এখন উহা মিনিটে এক মাইল চলিতেছে ; এ মিনিটেও এক মাইল, আবার পর মিনিটেও এক মাইল ; বেগ খুব বেশী বটে, কিন্তু সে বেগ আর বাড়িতেছে না, কাজেই এখন গতি আর নুতন করিয়া উৎপন্ন