পাতা:জিজ্ঞাসা.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাধ্যাকর্ষণ و لا لا হইতেছে না । নিউটনের ভাষায় বলিতে হইবে, যতক্ষণ বেগ বাড়িতেছিল, ততক্ষণ গতি উৎপন্ন হইতেছিল, ততক্ষণ বল ছিল । যখন আর বেগ বাড়ে না ; তখন আর গতি জন্মে না ; তখন আর বল থাকে না । বলের কাজ গতি উৎপাদন ; বলের কাজ বেগ বাড়ান। আবার টেণখানা যখন সোজা রাস্তা ছাড়িয়া, সরল রেখা ছাড়িয়া, বঁাকা রাস্তায় কুটিল রেখায় চলে, তখনও উহাতে নিউটনের ভাষায় গতি জন্মায় । গতি ছিল এক মুখে, অন্ত মুখে নুতন গতি জন্মাইয়া গতির মুখ বদলাইয়া দেয়। এ ক্ষেত্রেও নিউটনের ভাষায় বলা হয়, বলের কাজ গতি উৎপাদন ; এখানে গতি জন্মিতেছে, অতএব বল আছে { যাহারা পদার্থবিদ্য উদরস্থ করিয়াছেন, কিন্তু তাহার আস্বাদ বুঝেন নাই, তাহার কথায় কথায় বলিয়া থাকেন, গতি উৎপাদনের কারণ বল । গতি উৎপাদন কাৰ্য্য, বল তাহার কারণ । গতি উৎপন্ন হয় কেন ? বল আছে বলিয়া ; বল না থাকিলে গতি উৎপন্ন ইত না । কথাটা এক হিসাবে ঠিক, অপ্ত হিসাবে ঠিক্‌ নহে। বল না থাকিলে গতি উৎপন্ন হয় না ; বলই গতি জন্মার । ইহা ঠিক্‌ কথা । কেননা, নিউটন বলিয়ছেন, যেখানে দেখিবে গতি জন্মিতেছে, সেই খানেই বলিবে বল আছে । যেখানে দেখিবে গতি জন্মিতেছে না, সেই খানেই বলিবে, বল নাই । কাজেই ইহা ঠিকৃ কথা । ঠিক কথা বটে ; কিন্তু তথাপি গতির উৎপাদনের কারণ বল এরূপ বলিলে ভুল হয় । গতি উৎপাদনের কারণ কি জানি না । কারণ যাহাই হউক, বল তাহার কারণ নহে। কেন বুঝাইতেছি । ঐ জন্তুটার চারি গা ও উহা হাম্বা স্বরে ডাকিতেছে । উহার সৰ্ব্ববাদিসম্মত নাম গরু। এখন জিজ্ঞাস্ত, উহা গরু, এই জন্ত উহা হাম্বা ডাকে ? না হাস্ব৷