পাতা:জিজ্ঞাসা.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

觀 )(tఫి জিজ্ঞাসা ডাকে বলিয়াই উহা গরু ? কোন প্রশ্নটা ঠিক ? হাম্বাধ্বনির কারণ উহার গোত্ব, ন গোত্বের কারণ হাম্বা ধ্বনি ? ফলে উহাকে তুমি গরুই বল আর ভেড়াই বল, নামে কিছুই যায় আসে না ; ও হাম্বা ডাক কিছুতেই ছাড়িবে না । উহাকে ঐরাবত নাম দিলেও হাম্বী ছাড়িয়া বৃংহিত ধ্বনি করিবে না । উহার হাস্বা ডাকই স্বভাব, উহা হাম্বাই ডাকিবে—অকাতরে ডাকিবে । তবে যে চতুষ্পদ হাম্বা ডাকে, তাহাকে আমরা ভেড়া না বলিয়া গরু বলি ; ঐরাবত না বলিয়া মুরভি বলি । যে হাম্বা ডাকে সে গরু ; ও হাম্বা ডাকে, অতএব ও গরু ; ইহা বলাই ঠিক । হাম্বা ধ্বনির কারণ গোত্ব নহে ; গোত্বের কারণ হাম্বা ধ্বনি । ঠিক এই হিসাবে গতি উৎপাদনের কারণ বল নহে ; বলের বিদ্যমানতার কারণ গতির উৎপত্তি। বল আছে, অতএব গতি জন্মতেছে বলা সঙ্গত নহে । গতি জন্মিতেছে, দেখিলেই বলিব বল আছে, ইহাই সঙ্গত । গতি উৎপাদনের নামান্তর বলের প্রয়োগ । বৃত্তচু্যত আতাফলে পৃথিবীর মুখে গতি উৎপন্ন হয়। কেন হয় ? পণ্ডিত অপণ্ডিত সমস্বরে বলেন পৃথিবী বল প্রয়োগ করে ; পৃথিবীর মাধ্যাকর্ষণ বল আছে, এই জন্য উক্ত গতি পায় । আমরা বলি উত্তরটা ঠিক হইল না । উহার ভূপতনের, ভূমি মুখে গতি উৎপাদনের কারণ মাধ্যাকর্ষণ নহে। উহা কেন পড়ে, কি কারণে পড়ে, তাহ! জানি না। গরুর যেমন হাম্বা ধ্বনিই স্বভাব, তাহার তেমনই ভূপতনই স্বভাব । পতনকালে বেগ বাড়ে, তাহাই দেখিয়া আমরা বলি উহা মাধ্যাকর্ষণ বলে ভূপতিত হইতেছে, উহা পৃথিবীর দিকে আকৃষ্ট হইতেছে । •. গ্রহ স্বৰ্য্যকে ঘুরে কেন ? স্বৰ্য্য-মুখে বল রহিয়াছে, এই জন্ত কি ? না, তাহা নহে। বল রহিয়াছে, এই জষ্ঠ ঘুরে না ; ঘুরে তাই দেখিয়া