>(t8 জিজ্ঞাসা দেখেন নাই । গ্ৰহগণ যেমন স্বৰ্য্য প্রদক্ষিণ করে, চন্দ্র ও তেমনি পৃথিবী প্রদক্ষিণ করে। গ্ৰগণে স্বৰ্য্যের মুখে গতি জন্মিতেছে ; আবার চন্দ্রেও পৃথিবীর মুখে গতি জন্মিতেছে । আবার আতাফল ভূপতিত হয় ; বৃন্তচু্যত হইলেই উহার বেগ ক্রমশ: বাড়িতে বাড়িতে উহ ভূপৃষ্ঠে উপনীত হয় ; মৃতরাং আতাফলেও পৃথিবীর মুখে গতি জন্মে। নিউটন কেপলার অপেক্ষ একটু অধিক দেপিয়াছিলেন ; তিনি দেখিলেন, গ্ৰহগণ যে বাধা নিয়মে স্বৰ্য্য প্রদক্ষিণ করিতেছে, ঠিকৃ সেই নিয়মেই চন্দ্র পৃথিবী প্রদক্ষিণ করে. আর ঠিক্ সেই নিয়মে আতাফলও পৃথিবীর দিকে ধায়, বা যায়, বা চলে, বা আকৃষ্ট হয় । সৰ্ব্বত্রই এক নিয়ম । নিয়মটা দূরত্বের সহিত ভ্রমণকালের সম্বন্ধ লইয়া ; এই সম্বন্ধ সৰ্ব্বত্রই এক । কেপলার গ্ৰহগণের গতিবিধিতে যে নিয়ম, যে সম্বন্ধ, দেখিতে পান, নিউটন চন্দ্রের গতিতে ও আতাফলের গতিতেও সেই নিয়ম, সেই সম্বন্ধ, দেখিতে পান । এইটা নিউটনের বাহাদুরি। নিউটন দেখিলেন, এতগুলা জড়দ্রব্যের গতিতে, গ্ৰহগণের স্থৰ্য্য-মুখ গতিতে, চন্দ্রের ও আতাফলের পৃথিবীমুখ গতিতে, একই নিয়ম, দেশকালগত একই সম্বন্ধ বর্তমান নিউটন অনুমান করিলেন, সাহস করিয়া বলিলেন, তবে জড়জগতের সব্বত্র জড়দ্রব্যমাত্রেরই গতিতে এই নিয়ম বর্তমান থাকা সম্ভব , নিউটনের অনুমানের, নিউটনের সাহসিকতার, সমূলকতা পদে পদে পুনঃ পুনঃ প্রতিপন্ন হইয়াছে। এ পর্য্যন্ত, অন্ততঃ সৌর জগতের ভিতরে, কোন জড়পিণ্ডকে এই নিয়ম অতিক্রম করিতে দেখা যায় নাই । 事 শেষ পর্য্যস্ত কি দাড়াইল, দেখা যাক । গ্ৰহগণ গতিবিশিষ্ট ; উপগ্ৰহগণ গতিবিশিষ্ট; সৌর জগতের অন্তর্বর্তী পদার্থমাত্রই গতিবিশিষ্ট । প্রাচীনকালে, কয়েক শত বৎসর মাত্র পুৰ্ব্বে, এই সকল গতি অসংযত,
পাতা:জিজ্ঞাসা.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।