১৬২ জিজ্ঞাসা ২নং ধারা—তরল ও বায়বীয় পদার্থের চাপে বস্তুমাত্রই উদ্ধগামী হয় । ৩নং ধারা—আকর্ষণ ও চাপ উভয়ই এক সঙ্গে কাজ করে । আকর্ষণ প্রবল হইলে নামায়, চাপ প্রবল হইলে উঠায় । কাহার সাধ্য, এখন বলে যে, প্রাকৃতিক নিয়মের ব্যভিচার আছে ? উঠিলেও নিয়ম, নামিলেও নিয়ম, স্থির থাকিলেও নিয়ম ; নিয়ম কাটাই . বার যো নাই। প্রকৃতির রাজ্য বস্তুতই নিয়মের রাজ) । নারিকেল ফল যে নিয়ম লঙ্ঘন করে না, তাহ যে দিন হইতে নারিকেল ফল মনুয্যের ভক্ষ্য হইয়াছে, তদবধি সকলেই জানে। বেলুন যে উদ্ধগামী হইয়াও নিয়ম লঙ্ঘন করিতে পারিল না, তাহাও দেখা গেল। কেননা, পৃথিবীর আকর্ষণ উভয় স্থলেই বর্তমান । পার্থিব দ্রব্য ব্যতীত অপার্থিব দ্রব্যও যে পৃথিবীর দিকে আসিতে চায়, তাহ। কিন্তু সকলে জানিত না । দুই শত বৎসরের কিছু অধিক হইল একজন লোক পৃথিবীকে জানান, অয়ি মাত:, তোমার আকর্ষণ কেবল নারিকেল ফলেই ও আতাফলেই আবদ্ধ নহে ; তোমার আকর্ষণ বহুদূৰ্বব্যাপী । তোমার অধম সস্তানের তাহ জানিয়াও জানে না ; এই ব্যক্তির নাম সার আইজাক নিউটন । তিনি জানাইলেন, দূরস্থ চন্দ্রদেব পৰ্য্যন্ত পৃথিবীমুখে চলিতেছেন, ক্রমাগত ভূমিম্পর্শের চেষ্টা করিতেছেন, কেবল স্পর্শলাভটি ধটিতেছে না। কেবল তাহাই কি ? স্বয়ং দিবাকর, তাহার পারিষদবগ সম্ভবা হারে পৃথিবীমুখে আসিবার চেষ্টায় আছেন। কেবল তাহাই কি ? পৃথিবীও প্তাহাদের প্রত্যেকের নিকট যাইতে চেষ্টা করিতেছেন। অর্থাৎ সকলেই সকলের দিকে যাইতে চাহিতেছেন ; স্বস্থানে স্থির থাকিতে কাহারও ইচ্ছা নাই ; সকলেই সকলের দিকে ধাবমান । ধাবমান বটে, কিন্তু নিদিষ্ট বিধানে ; পৃথিবী স্বৰ্য্য হইতে এতদূরে আছেন ; আচ্ছ, পৃথিবী এইটুকু জোরে স্বর্য্যের অভিমুখে চলিতে থাকুন।
পাতা:জিজ্ঞাসা.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।