অমঙ্গলের স্বষ্টি ›ማኅ অমঙ্গল ঈশ্বরের অভিপ্রেত নহে, ঈশ্বর হইতে অমঙ্গলের উৎপত্তি হইতে পারেনা। অমঙ্গলের উৎপত্তির কারণ অন্তত্র অনুসন্ধান করিতে ইষ্টবে। অমঙ্গল ঈশ্বরের অনভিপ্রেত, এবং ইহার উন্মুলনের জন্তই ঈশ্বরের সৰ্ব্বত্র প্রয়াস, কাজেই অমঙ্গলের মূল অচ্চত্র সন্ধান করিতে হইবে। মনুষোর কল্পনা কিছুতেই হঠিবার নহে। মমুয্য তর্কের খাতিরে মঙ্গলনিদান ঈশ্বরের প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বী অমঙ্গলনিদান আর এক ঈশ্বর কল্পনা করিয়াছে । এক ঈশ্বর মঙ্গল স্থষ্টি করিয়াছেন, আর এক ঈশ্বর অমঙ্গল স্বষ্টি করিয়া তাহার সহিত বিরোধ উপস্থিত করিতেছেন। একের নাম জেহোব, অন্তের নাম শয়তান। একের নাম অহুরমজদ, অন্তের নাম আহ্রিমান । উভয়ে চিরন্তন বিরোধ ; একে অন্তকে পরাভবের চেষ্টায় রহিয়াছেন । শয়তান জেহোবার বিদ্রোহী ! শয়তান জেহোবার কার্য্য পণ্ড করিবার জন্তা, তাহাকে ঠকাইবার জন্ত সৰ্ব্বদা প্রস্তুত । উভয়ের মধ্যে চিরকাল হাঙ্গামা চলিতেছে । ঈশ্বর শয়তানকে জব্দ করিবার জন্য সৰ্ব্বদা ব্যস্ত ; কিন্তু শয়তান বুদ্ধিপ্রাচুর্যে ও শয়তানীতে দ্বিতীয় শিবাজি । আরঙ্গজেবের সাধা নাই যে, তাহাকে করায়ত্ত করেন । তবে শুনা যায়, শেষপর্য্যন্ত শয়তানের পরাভব হইবে । নে দিন করে আসিবে, তাহ কেহ গণিয়া বলেন না । শয়তানে বিশ্বাস মমুষ্যের পক্ষে অনেকটা স্বাভাবিক । ঈশ্বরের করুণাময়ত্বে বিশ্বাস যাহার যত দৃঢ়, তিনি শয়তানের শক্তিতে বিশ্বাস করিতে সেই পরিমাণে বাধ্য। গত ভূমিকম্পে অনেকে চুলে চুলে রক্ষা পাষ্টয়া ঈশ্বরকে কত ধন্যবাদ দিয়াছেন ঈশ্বর তাহাদিগকে রক্ষা করিয়াছেন, ঈশ্বর করুণাময়। ভূকম্প ঘটনাটা শয়তানের কাজ ; বাড়ীগুলা ভূমিসাৎ করা, মানুষগুলাকে মারিয়া ফেলা, শয়তানের কাজ । ঈশ্বর র্যাহাদিগকে সৈই শত্রুর হস্ত হইতে রক্ষা করিতে সমর্থ হইয়াছেন, তাহাদের ধন্যবাদের আস্পদ হইবেন, তাহ আর বিচিত্র কি ? অবশু
পাতা:জিজ্ঞাসা.djvu/১৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।