>b”8 জিজ্ঞাসা জীবের অভিব্যক্তির ইতিহাস কিরূপ ? অভিব্যক্তির নাম উন্নতি বল ক্ষতি নাই, পি স্তু উন্নতি অর্থে সুখবৃদ্ধি ও আনন্দবুদ্ধি বুঝি ০ না । উন্নতিসহকারে সুখের বৃদ্ধি, উন্নতিসহকারে দুঃখেরও বৃদ্ধি। যখন সুখ ছিল না, তখন দুঃখ ছিল না ; যখন মুখের আধিক্য ঘটে, তখন দুঃখের জালা তীব্র হয় । অচেতন জগতে, জড়জগতে, অনুভবশক্তি নাই ; অর্থাৎ সুখ ও নাই, দুঃখ ও নাই ; চেতনাসহ সুখ দুঃখ উভয়েরই পার্থক্যবিকাশ ! যে যত মুখ বুঝে, যে যত দুঃখ বুঝে, সে তত চেতনাযুক্ত তাগর চেতন সেই পরিমাণে ক্ষত্তি লাভ করিয়াছে। জীবপর্যায়ে যত উন্নতি, যত অধম হষ্টতে উত্তমের বিকাশ, যত নীচ হষ্টতে উচ্চের উদ্ভব, ততই সুখদু:খের ও অধিক বিশ্লেষণ , জীব BBB DK BBS BBS BBDBBBB BBBS BBBBB BBBB অর্থ কি ? মুখের উন্নতি কি দুঃখের উন্নতি, তাহার নির্ণয় নষ্ঠ । কেহ বলে, সভ্যতার সঠিত স্থথের পরিমাণ বাড়িতেছে ; কেহ বলে, দুঃখের পরিমাণ বাড়িতেছে। প্রকৃত কথা, উভয়েরষ্ট মাত্র বাড়ি তেছে ; কেননা এককে ছাড়িয়া গদ্যের স্বল স্ত্র বিদ্যমান থাকিতে পারে না । জীবনের সহিত সুখদুঃপের সম্বন্ধ । যাঙ্গর জীবন নাচ, তাহার দুঃখ ও নাই, সুখও নাই । জীবনের অর্থ জড় কষ্টতে স্বাতন্ত্রারক্ষার চেষ্ট । জড়জগৎ জীবনকে জড়ত্বের অভিমুখে টানি তেছে । জীবন জড় হইতে স্বতন্ত্র থাকিবার প্রয়াসী । জীবনের স্তু ভূ-ত্ব পরিপতির নাম অমঙ্গল । জীবনের স্বাতন্ত্র্যরক্ষায় সফলতার নাম মঙ্গল । জীব অমঙ্গল পরিহার করিতে চায়, মঙ্গল গ্রহণ করিতে চায় । কেননা উহাতেই জীবের জীবদ্ধ ; উহাই জীবনের বৈশিষ্ট্য : উহা ছাড়িয়া জীবনের সার্থকতা নাই । অমঙ্গল কেন হইল, মঙ্গল কেম হইল, ইহার উত্তর চাও, তবে জীবনের উৎপত্তি কেন হইল, ইহার মীমাংসা করিতে হইবে । কেননা জীবনের সহিত মঙ্গলামঙ্গলের নিত্যসম্বন্ধ ; জীবনকে
পাতা:জিজ্ঞাসা.djvu/১৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।