পাতা:জিজ্ঞাসা.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bーや জিজ্ঞাসা তখন স্বযুপ্তিতে বিলীন হইবে । তুমি স্বযুপ্তির প্রার্থনা করিও না ; স্বষুপ্ততে তোমার লাভ নাই, স্বযুপ্ততে তোমার ব্যক্তিত্বের বিলোপ। যতদিন জাগিয়া আছ, ততদিন তোমার ব্যক্তিত্ব ; ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে, অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে । উভয়ে তোমাকে জীবনের পথে টানিয়া লইয়া চলিবে । একের বুঝি আকর্ষণ, অপরের বুঝি বিকর্ষণ ; উভয়ের মধ্যে তোমার গমনীয় পন্থা। জীবনের পন্থা তোমার সমূপে প্রশস্ত ও বিস্তীর্ণ রহিয়াচে । জ্ঞানচক্ষ উন্মীলন কর, তোমার গন্তব্যদেশ তোমার সম্মুখে প্রসারিত। তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মেঘমন্দ্র ধ্বনিতে সেই গন্তব্যপথে চলিবার জন্ত উৎসাষ্ঠিত করিতেছে ; বৃথা আত্মপ্রবঞ্চনা করিবার চেষ্টা পাই ও না । মঙ্গলকে আহবান কর, অমঙ্গলের নিকট প্রণত হও । এককে আলিঙ্গন কর ও প্রেমের বন্ধনে জড়াইয়া ধর ; অপরকে ভক্তিভরে নমস্কার কর । গন্তব্যপথে লোমার গতি হউক, মঙ্গল ও অমঙ্গল তোমার পথপ্রদর্শক হইয়। তোমার গতিবিধির প্রেরণা করিতে রন্থক ! ধীরপদবিক্ষেপে অটলভাবে তোমার কৰ্ত্তবা কাজ সম্পন্ন কর, তোমার নির্দিষ্ট পথে চলিতে থাক । কৰ্ম্মেষ্ট তোমার অধিকার ; ফলে তোমার অধিকার নাই । ফলের প্রতি, মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্লীত, তুমি দৃকপাত করিও না । শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপদর্শক হউক । সকলের উপর আত্মতৃপ্ত তোমার পথপ্রদর্শক হউক । যিনি তোমার অভ্যস্তর চাইতে তোমাকে পথ দেখাইতেছেন, তাঙ্গর তৃপ্তিবিধানে তোমার মতি থাকুক। তৎপ্রদশিত মার্গে তুমি নির্ভীকচিত্তে অগ্রগামী হও । মঙ্গলের জয় হউক, অমঙ্গলেরও জয় হউক ; উভয়ের জয়েই তোমার জয় । ভীত ভ্রান্ত স্বাস্থাচু্যত মানব বহুকাল ধরিয়া মঙ্গলের জয় গান