ফলিত জ্যোতিষ ミo> উত্তরটা এই ৷ মহাশয় ফলিত জ্যোতিষে বিশ্বাস করেন ; অবহু মহাশয় যে প্রমাণ সংগ্ৰহ করিয়াছেন, তাহাতে আপনার তৃপ্তি হইয়াছে ; আপনি অনুগ্রহপূর্বক সেই প্রমাণগুলি আমার নিকট উপস্থিত করুন ; আমার তৃপ্তি জন্মে বিশ্বাস করিব, নতুবা করিব না। আপনার সংগৃহীত প্রমাণে যদি আমার তৃপ্তি না জন্মে, তজ্জন্ত আমাকে নিৰ্ব্বোধ বা ভাগ্যহীন মনে করিতে পারেন ; কিন্তু অনুগ্রহ করিয়া গালি দিবেন না । কেননা এই শেষোক্ত অধিকারে আপনিও যেমন বঞ্চিত নহেন, আমিও তেমনি বঞ্চিত नश्।ि, পালট। গালি দিতে আমাকে বাধ্য করবেন না ; এ কালে যাহারা বিজ্ঞানশাস্ত্রের আলোচনা করেন, তাহাদের একটা ভয়ানক নাম আছে, যে র্তাহারা ফলিত জ্যোতিষে বিশ্বাস করেন না, এবং মাঝে মাঝে র্তাহারা এজন্য যথেষ্ট তিরস্কারের ভাগী হইয়া থাকেন। সম্যক্ প্রমাণ পাইয়া তাহারা যদি তৃপ্ত না হইতেন, তাহা হইলে তাহাদিগকে গালি দিলে বিশেষ পরিতাপের কারণ ঘটিত না ; কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় এই যে, র্যাহারা গালি দিবার সময়ে অত্যন্ত পরিশ্রম করেন, প্রমাণ আনয়ন করিবার সময় তাহাদিগকে একবারে নিশ্চেষ্ট দেখা যায় ; এবং যখনি তাহাদিগকে প্রমাণ আনিতে বলা যায়, তখনি তাহার। প্রমাণের বদলে ধৰ্ম্মোপদেশ ও নীতিকথা শোনাইতে প্রবৃত্ত হন। তাহারা তর্ক করিতে বসিবেন, রামচন্দ্র খায়ের পুত্রের জন্মকালে বুধগ্রহ যখন কৰ্কটরাশিতে প্রবেশ করিয়াছে, তখন সেই পুত্র ভাবী কালে ফিলিপাইনপুঞ্জের রাজা হইবেন, তাছাতে বিস্ময়ের কথা কি ? ষ্টা অসম্ভব কিরূপে ? বিশেষতঃ যখন স্পষ্টই দেখা যাইতেছে, প্রত্যং স্বৰ্য্যোদয় হইবামাত্র পাখীসব রব করিতে থাকে, কাননে কুসুমকলি ফুটিয়া উঠে, এবং গোপাল গরুর পাল লইয়। মাঠে যায়। আমর
পাতা:জিজ্ঞাসা.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।