পাতা:জিজ্ঞাসা.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জিজ্ঞাসা ما ه ج আকুল । তাহার যখন নিজের প্রতি এইরূপ অবিশ্বাস, তখন র্তাহার পরের প্রতি অবিশ্বাসটা কতকটা মার্জনাযোগ্য । ro অবশু প্রমাণ সংগ্রহ যে সকল সময়েই অত্যস্ত কঠিন, এমন নহে । এমন অনেক নুতন ঘটনা সচরাচর আবিষ্কৃত হয়, যাহাতে প্রমাণ খুজিতে বিশেষ প্রয়াস পাইতে হয় না । মনে কর সে দিন যে একটা নুতন প্রাকৃতিক ব্যাপার আবিষ্কৃত হইল, যে এমন এক রকম আলোক মাছে, যাহার সাহায্যে বাক্সর ভিতর টাকা রাখিলে ও ধরা পড়ে, মনুষ্য শরীরের হাড়কয়খান গণিয়া দেখান চলে। এই ব্যাপার সত্য কি না প্রমাণ করিতে বিশেষ কষ্ট পাইতে হয় না। একটা কাচের পাত্রের ভিতর হইতে বায়ু নিষ্কাশন করিয়া তন্মধ্যে তাড়িত ফুলিঙ্গ পুনঃ প,নঃ চালাইতে থাক ও একখানা কাগজে দ্রবাবিশেষের প্রলেপ মাখাষ্টয় আঁধার ঘরে সেই কাগজখান ঐ কাচপাত্রের সম্মুখে ধর ; এখন উভয়ের মাঝে ধরিলেই বাক্সর ভিতরের টাকার ছায়া ও হাতের হাড়গুলার ছায়া দেখিতে পাঠবে। পাঁচ মিনিটের পরিশ্রমেই ব্যাপারটা যে কোন ব্যক্তি পরীক্ষা করিয়া দেখিতে পারেন । এরূপ স্থলে ঘটনা সত্য কিন প্রমাণ করিতে কোনই কষ্ট নাই । কিন্তু যদি আমার কোন বন্ধু আসিয়া বলেন, কাল রাত্রিতে চন্দ্রলোক হইতে একটা ভালুক আসিয়া আমার সহিত অনেক ব বাৰ্ত্তা কহিয়া গিয়াছে ও সেই ভালুকের তিনটা চোখ ও স, দাড়ি, তাহা হইলে আমার অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া দাড়ায় । কথাটা মিথ্যা বলিলেও আমাকে বন্ধুৰ প্রেমে বঞ্চিত হইতে হইবে, আর সত্য স্থির করিয়া অন্তের নিকট গল্প করিতে গেলেও অন্তরূপ বিপদের আশঙ্কা রহিবে । অথচ ঘটনাটা যে একেবারে অসম্ভব, তাহা কোন দ্যায়শাস্ত্রের সাধ্য নহে, যে সাহস করিয়া বলে । এরূপ স্থলে বুদ্ধিমান লোকে কি করিয়া থাকেন ? বন্ধুর সত্যপরতায় তাহার সম্পূর্ণ আস্থা থাকিলেও