পাতা:জিজ্ঞাসা.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাক্সওয়েলের ভূত S >(r উৎপত্তি বুদ্ধির চেষ্টা হইয়াছে । ফল কিন্তু সন্তোষজনক হয় নাই । তবে প্রাকৃতিক নিৰ্ব্বাচনের অক্ষমতা স্বীকারের পূৰ্ব্বে এইখানে একটু ভাবিবার অাছে । জীবনরক্ষায় যে কিসে কিরূপে সাহায্য করে, তাহ সাহস করিয়া বল কঠিন । একটা কথা আছে, যে ভাবের প্রমাণ অপেক্ষ অভাবের প্রমাণ সৰ্ব্বদাই কষ্টসাধ্য। এই বিষয়টাতে আমার কোন উপকার হয় নাই, কখনও উপকার হইতে পারে না, ইহা জোর করিয়া বলা নিতান্ত দুঃসাহসিকের কাজ। সৌন্দর্য্যবুদ্ধিও মানবজীবনে আমুকুল্য করে না, একবারে এত বড় কথাটা বলিয়া ফেলিবার পুৰ্ব্বে একবার ভাবিয়া দেখা উচিত ; এখং যদি মানবজীবনে ইহার কোন উপকারিত খুজিয়া বাহির করিতে পারা যায়, তাহ হইলে অমনি ইউটিলিটির দোহাই দিয়া প্রাকৃতিক নিৰ্ব্বাচনকে আনিয়া ফেলা যাইতে পারে। এই বিষয়টা যে এখনও আলোচনার সীমা অতিক্রম করিয়াছে বোধ হয় না। প্রসঙ্গাস্তরে আলোচনার চেষ্টা করা হইয়াছে । এখানে আর পুনরুক্তির প্রয়োজন নাই । মাক্সওয়েলের ভূত মাক্সওয়েলের ভূত অর্থে কেহ মনে না করেন, মাক্সওয়েল স্বয়ং ভূত ; উহার অর্থ মাক্সওয়েলের স্বই ভূত। সেকালে ও একালে অনেকে ভূত দেখিয়াছেন ও ভূতের আবিষ্কার করিয়াছেন। স্পিরিচুয়ালিষ্টর ভূতের সঙ্গে কারবার করেন। কিন্তু কেহ ভূতের স্বষ্টি করিয়াছেন, তাছা শুনি নাই । জেমস ক্লার্ক মাক্সও য়েল পচিশ বৎসর পূৰ্ব্বে কেন্থিজে পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন।