মাক্সওয়েলের ভূত ২১৭ রণে তোমার আজ পর্য্যস্ত ক্ষমতা জন্মিল মা ; ধিকৃ তোমার জ্ঞানগৰ্ব্বকে, ধিক্ তৈামার উনবিংশ শতাব্দীকে । দীপশিখার এই নীরব বাণী বৈজ্ঞানিকের নিকট তীব্র গেলের দ্যায় বিদ্ধ হয় ; তাহাকে যন্ত্রণায় ছটফট করিতে হয় । " এখনও বোধ হয় হেঁয়ালি ভাঙিল না । কিন্তু এই হেঁয়ালি ভাঙিবার প্রয়াস করিলেই কবিত্ব ছাড়িয়া অকস্মাৎ বিকট গদ্যে অবতরণ করিতে হইবে । কথাটা এই ! একটা গরম জিনিষের কাছে বা পাশে একটা ঠাণ্ড জিনিষ রাখিলে সেই ঠাণ্ড জিনিষটা একটু গরম হয়, আর সেই গরম জিনিষটা একটু ঠাণ্ডা হয় ; বিজ্ঞানের ভাষায় বলিতে গেলে, খানিকট তাপ গরম জিনিষ হইতে বাহির হইয়। ঠাও জিনিষে যায় । সৰ্ব্বত্রই এইরূপ । ইহাকে তাপের স্বাভাবিক প্রবৃত্তি বা ধৰ্ম্ম বলিলেও চলিতে পারে। জল যেমন উচু জায়গা হইতে স্বভাবতই নীচে নামে, তাপও সেইরূপ স্বভাবতঃ গরম জিনিষ হইতে ঠাণ্ড জিনিষে যায় । ইহা অত্যস্ত পুরাতন ও চিরস্তন ঘটনা ; ইহাতে কোনই নুতনত্ব নাই । জল যেমন স্বভাবতঃ উচ্চ স্থান হষ্টতে নীচে নামে, আপন আপনি কখনও নীচে হইতে উচ্চে যায় না, তাপও সেই রূপ কখন আপন আপনি ঠাণ্ডা জিনিষ হষ্টতে গরম জিনিষে যায় না ; পাঠক কখন যাইতে দেখিয়াছেন কি ? যদি দেখিয়াছি বলেন, তাহ হইলে আপনাকে জল-উচুর দলে ফেলিব । কিন্তু এরূপ সম্ভব হইলে মন্দ হুইত না । মনে কর, কয়লার উনানের উপর এক ঘটি জল রাখিয়াছি । নিয়ম এই যে গরম কয়লা হইতে তাপ নির্গত হইয়। ঠাণ্ড জলে যায়, ও ঠাণ্ড জলকে আস্তে আস্তে গরম করিয়া তোলে । যদি ইহার বিপরীত ঘটনা সম্ভব হুইত, তাহ। হইলে ঠাও। জল হইতে তাপ বাহির হইয়া গরম কয়লায় ক্রমে প্রবেশ 彎
পাতা:জিজ্ঞাসা.djvu/২২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।