পাতা:জিজ্ঞাসা.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাক্সওয়েলের ভূত २२¢ ফুটিতেছে ; বাকি অর্ধেক বরফ হইয়া রহিয়াছে । তাপ আপনা হইতেই সরিয়া গিয়া জলের একাংশ হইতে অন্ত অংশে গিয়াছে। এইরূপ ঘটনা বর্তমান কালে অসম্ভব—এই ব্যাপারটা সাধ্যে পরিণত করিতে হইবে। মাক্সওয়েল নিজে ইহা পারিতেন না ; কিন্তু র্তাহার স্বই ভূতে ইহা পারে ; কিরূপে পারে, পরে বলিতেছি । একটা উদাহরণ লইয়া বুঝাইলে সহজ হইবে। মনে কর, দুইটা ঠিক সমান আয়তনের কুঠরির মাঝে একটা দেওয়ালের ব্যবধান আছে ও সেই দেওয়ালে একটা ক্ষুদ্র জানালা আছে । জানালাট অতি ছোট ; এত ছোট যে বিন! আয়াসে কেবল ইচ্ছামাত্রে খোলা যায় বা বন্ধ করা যায় । কুঠরি দুইটার অন্ত কোথাও জানালা দরজা বা কোন ফাক পৰ্য্যস্ত নাই। একটা কুঠরিতে বাতাস পুরিয়া রাখিয়াছি ; আর একটা কুঠরিতে বায়ু পৰ্য্যস্ত নাই, উল্লাহ। একেবারে শূন্ত । প্রথম কুঠরিতে যে বায়ুটা আছে, মনে কর তাহা চৈত্র বৈশাখ মাসের বায়ুর মত উষ্ণ। এখন মাঝের দেওয়ালের জানালা খুলিয়া দিবামাত্র খানিকটা হাওয়া এ কুঠরি হইতে ও কুঠরিতে যাইবে । কিছুক্ষণ পরে দেখিবে, উভয় কুঠরি বায়ুপুৰ্ণ হইয়াছে। যে বায়ু একটা ঘরে আবদ্ধ ছিল, তাহা এখন দুইটা ঘর অধিকার করায় তাহার চাপ কমিয়া গিয়াছে । কিন্তু উষ্ণতার কিছুমাত্র ব্যতিক্রম ঘটে নাই । পুৰ্ব্বে একটা ঘরে বায়ু যেমন গরম ছিল, এখন সেই বায়ু দুই ঘরে আসিয়াও তেমনি গরমই রহিয়াছে। এইরূপে এক ঘরের বায়ু অন্ত শূন্ত ঘরে চালাইয়। দিলে তাহার উষ্ণতার কোনরূপ ব্যতিক্রম ঘটে না । ভূল সাহেব তাছ। দেখাইয়াছেন । ইহাই প্রাকৃতিক বিধান । বায়ুর উষ্ণতার কারণ কি জান ? বায়ুর অণুগুলি অনবরত এদিকে ওদিকে ছুটাছুটি করে ; যাহার গায়ে লাগে, তাহাকেই ধাক্কা দেয় ; যত জোরে ধাক্কা দেয়, ততই বায়ু গরম বোধ হয়। একটা ছোটখাট 'ኣ ሎ