পাতা:জিজ্ঞাসা.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A. প্রকৃতি-পুঞ্জ Nలిసి দেখ, তাহারই উপাসনা কর । সাপ, বাঘ, বিড়াল, কুকুর, ইট, পাথর, কেহ যেন বাদ ন পড়ে। সাবধান ব্যক্তি কড়াক্রান্তি হিসাব করিয়া চলেন ; কেহ যেন বাদ না পড়ে ব্ৰহ্মাণ্ডময় দেবতা প্রতিষ্ঠা কর । শস্যশালিনী পৃথিবী অখিল ভূতের জননীস্বরূপ , তাহার পূজা কর। উদ্ধ হইতে আকাশ পৃথীকে আলিঙ্গন করিয়া রঞ্জিয়াছেন ; তিনি পরম পিতা, তাহার পুজা কর । দেবতার সংখ্যা কত, কে জানে ? তিন, কি তেত্রিশ, কি তেত্রিশ কোটি, কে বলিতে পারে ? প্রত্যক্ষে না পোষায়, কল্পনার আশ্রয় লও । জগতের কাওকারখানা সবই অপুৰ্ব্ব । কথিা হইতে কি হয়, মানুষের জ্ঞানের বহিভূ ত, মানুষের গণনার অতীত । স্বৰ্য্যদেব কোথ৷ হইতে একচক্র রথে হরিদর্শ্ব যোজিত করিয়া অরুণ সারথিকে পুরোবর্তী করিয়া জগতের তিমিররাশি ভেদ করিতে উপস্থিত হয়েন ; অগ্রে চারুহাসিনী উষা বনের ফুল ফুটাইয়া, মন্দমারুতে বনস্থল প্রকম্পিত করিয়া সুপ্ত জীবকুলকে প্ৰবোধিত করেন । এই বা কি অদ্ভুত ! নৃত্যুপরী উষাসুন্দরী বর্ণকাস্তিতে দিওঁ মণ্ডল আলো করিয়া চঞ্চলচরণে উপস্থিত হইতেছেন ; উঠ উঠ, শুধু মানব অর্ঘ্যপাত্র হাতে লইয়া তাহার অভ্যর্থনা কর ; তাহার চরণতলে শতদল ফুটিয়া উঠিতেছে, তাহার নিশ্বাসসৌরভে দশদিক্‌ তামোদিত হইতেছে ; তাহার অনাবৃত বক্ষোদেশ হইতে ক্ষীরধারা নিঃস্বত হইতেছে । দেখ, হরিদর্শ্ব রথে আরোহণ করিয়া উষাদেবীর রূপরাগে আকৃষ্ট হইয়া দিবাকর তাহার অনুসরণ করিতেছেন। রূপমুগ্ধ দিবাকর তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন ; সমুদয় আকাশমার্গ অতিক্রম করিয়া জ্যোতিঃপ্রভায় দিগন্ত আলোকিত করিয়া চলিলেন । পশ্চিমাকাশে যখন সন্ধাঁর রক্তিমরাগে জগৎ নুতন বেশ ধারণ করিয়াছে, তখন দিবাকর উষীর সহিত সঙ্গত হইলেন। সন্ধ্যা ত উষারই অন্ত