পাতা:জিজ্ঞাসা.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতি-পূজা ৩২১ মধ্যভাগে যখন পৃথিবীর উত্তরভাগ দিবালোকবৰ্জিত হয়, ক্ষীণপ্রভ দিবাকর যখন দক্ষিণাকাশে দেখা দেন বা দেখা দেন না, সেই সময়ে নোস জৰ্ম্মানের সেদিন পর্য্যন্ত বালডারের চিতা জালিত । সে দিনও ঠিক্‌ সেই সময়ে খ্ৰীষ্টানের জোহনের স্মরণার্থ সেই আগুন জ্বালাইত। অদ্যাপি যখন মাৰ্ত্তও গ্রীষ্মঋতুর মাঝখানে দক্ষিণায়নগামী হয়েন, তখন ইউরোপের লোকে সেই চিতার অনল জ্বালাষ্টয় থাকে। দিবাকর অস্ত গেলেন, আর কি ফিরিবেন না ? বালডারের দেহ ভস্মীভূত হইল, আর কি তিনি পুনর্জীবন পাইবেন না ? পাগল! অমরের কি মৃত্যু আছে ? দেব গিয়াছেন অধোভুবনে পাতালপুরে,— পতিতের উদ্ধারের জন্ত, মৃতের পুনর্জীবনের জন্য । আপোলো পাতালপুরে নামিয়াছিলেন, আলকেষ্টির উদ্ধারার্থ ; দায়োনীসস্ নামিয়াছিলেন, জননীর উদ্ধারার্থ ! থর অধোভুবন গিয়াছিলেন, ফিরিয়াছেন ; ওধিন অধোভুবনে গিয়াছিলেন, ফিরিয়াছেন ; খ্ৰীষ্ট নরক প্রবেশ করিয়াছিলেন, আশ্রিতগণকে তুলিয়া আনিবার জন্য। ভয় নাই, আপোলে ফিরিয়াছিলেন ; বালডার ও ফিরিবেন। মেশায় আবার আসিবেন । কন্ধিদেব আবার আসিয়া ভূভার হরণ করিবেন । বুদ্ধ গিয়াছেন, মৈত্রেয় আবার আসিবেন । জোহন বলিয়াছিলেন, আমার পরে তিনি আসিবেন, আমার পুৰ্ব্বে তিনি স্থান পাইবেন । মহাবীর অদুসীয়স ত্রয়নগরে পরস্ত্রীহরিকের দমনের জন্য গিয়াছেন । সকল বিঘ্ন অতিক্রম করিয়া, মহাসাগর পার হইয়া, স্বদেশে তিনি ফিরিয়া আসিবেন। পেনিলপী, তোমার চিন্তু নাই ; তোমার পাণিষ্পশলোভী দুরাত্মাদিগের যথাকালে দমন হইবে। আর্থর কি মরিয়াছেন ? পৃথিবীর প্রাস্তদেশে আবলিন দ্বীপে তিনি বাস করিতেতেছেন ; সেখানে মর্ত্যভূমির ঝঞ্চাবায়ু বহে না, সেখানে সারা বৎসর সমীরণ সুরভি বহন করে; সারা ミ>