পাতা:জিজ্ঞাসা.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 0 | পক্ষে ইহা যথেষ্ট অনুকুল,—জ্ঞানলাভ ছাড়া ইহাতে স্বাধীন চিত্ত,স্বাধীন কল্পনারও যথেষ্ট অবসর আছে। প্রলয়, মৃত্যু, ক্লিফোর্ডের কীট, জ্ঞানের সীমানা, প্রকৃতির মূৰ্ত্তি—প্রভৃতি প্রবন্ধগুলি পড়িতে পড়িতে মস্তিষ্কের স্থূলাবরণ পৰ্য্যস্ত সহসা যেন অনুভূতিময় হইয় পড়ে, তাহাতে জ্ঞানের তরঙ্গ কল্পনাবর্ণে বিশ্লিষ্ট হইয়া নুতন দিব্য চিন্তা দিব্য দর্শন স্বজিত করে—সে অপূৰ্ব্ব ভাব আশা বিস্ময় জ্ঞান কল্পনার সমবায় চিত্র। দৃষ্টান্ত •স্বরূপ বাইসম্যানের থিওরি সম্বন্ধে আমাদের মনের চিত্র অঙ্কিত করা যাইতে পারে । 粥 ** 张 সাহিত্য • পৌষ, ১৩০০ (শ্ৰীযুক্ত ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর লিখিত ) অল্পদিন হইল, শ্ৰীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মহাশয় “প্রকৃতি" নামক একখানি পুস্তক প্রকাশিত করিয়াছেন। আমরা তাহার সেই পুস্তকের সমালোচনা করিতে বসিয়াছি, এই কথা শুনিলে অনেকেই আমাদিগকে উপহাস করিতে ছাড়িবেন না, তাছা জানি । তাই প্রারম্ভেই বলিয়। রাখি যে, আমরা বাস্তবিক তাহার পুস্তকের সমালোচনা করিতে বসি নাই ; কিন্তু পুস্তকখানি আমাদের বড়ই ভাল লাগিয়াছে বলিয়া সমালোচনা নামে গুণবাদে প্রবৃত্ত হইতে ইচ্ছা করি ;—তবে, যদি অল্প বিস্তর মতভেদ ঘটে, তাহাও এই অবসরে বলিয়া লইব । এই পুস্তকের অন্তর্গত প্রবন্ধগুলি নানা সাময়িক পত্রে প্রকাশিত হইয়া সম্প্রতি স্থায়ী আকার প্রাপ্ত হওয়াতে, বিজ্ঞান-পিপাসুমাত্রেরই হৃদয়ে আনন্দ প্রদান করিবে । রামেন্দ্র বাবু যেরূপ বিজ্ঞানবিশারদ, তাহাতে র্তাহার লেখনী হইতে যে এরূপ প্রবন্ধ সকল প্রস্তুত হইয়াছে, তাহাতে আমরা বিশেষ আশ্চর্য্য হই নাই । আমরা ইহাতেই আশ্চর্য্য যে, তিনি ইংরেজী ভাষায় বিজ্ঞান আলোচনা করিয়৷ সেই সকল বৈজ্ঞানিক সত্য আমাদের “দীন বঙ্গভাষায়” এত সরল ও সরস ভাবে ব্যক্ত করিতে সমর্থ হইয়াছেন । এরূপ সুমিষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ