পাতা:জিজ্ঞাসা.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o উৎসর্গ দেব গোবিন্দসুন্দর, পিপাসামাত্র সম্বল দিয়া জীবনের পথে প্রেরণ করিয়াছিলে ; ভাগ্যহীন পথিক কোথায় চলিল, দেখিবার জন্য অপেক্ষ কর নাই । বিষাদের ঘনচ্ছায়ায় সংসারক্ষেত্র আবৃত রহিয়াছে ; কোটি মানবের হাহাকার সেই অন্ধকার বিদীর্ণ কf । র প্রবন্ধের কের ত্রাস জন্মাই। তেছে। যে দীপবৰ্ত্তিক একমাত্র পথপ্রদর্শক সম্ভব কোন বিধাতার দারুণ বিধি তাহ অকালে নিৰ্ব্বাপিত করিল ! ভয় নাই, ভয় নাই ;—যে স্নেহসিক্ত আশীৰ্ব্বচন যাত্রারস্তে উচ্চারিত গুইয়াছিল, তাহার স্মৃতি-প্রেরিত প্রতিধ্বনি আজিকার দিনে অভয়বাণীর কাৰ্য্য করিবে । ভয় নাই, ভয় নাই –কোন অদৃপ্ত হস্ত কোথায় রহিয়া মঙ্গলময় লক্ষ দেশের নির্দেশ করিতেছে ; তাহার অঙ্গুলিস্পর্শ এই অন্ধকারেও স্পষ্টভাবে অনুভব করিতেছি । পরিপূর্ণ মনুষ্যত্ব নিয়তির বিধানে আবৰ্ত্তসঙ্কুল জগৎপ্রবাহের উপরি স্তরে ক্ষণে ক্ষণে ভাসিয়া উঠে, বুঝতে পারি ; জগন্ধিয়স্তার কোন নিয়মে তাহ স্বকাৰ্য্যসাধন অসমাপ্ত রাখিয়া বুদ্ধদের মত অস্তুহিত হয়, তাছা বুঝিলাম না । মহাবাছে, তোমার উদ্ধত বাহুদ্বয় কোন উদ্ধদেশের অভিমুখে প্রসারিত ছিল, আমার অজ্ঞানান্ধ নেত্র তাহার আবিষ্কারে সমর্থ হইতেছে