পাতা:জিজ্ঞাসা.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ জিজ্ঞাসা বড় ঢেউ, কোনটা ছোট ঢেউ ; কোনটায় পর পর ধাক্ক অপেক্ষাকৃত দ্রুত পড়িতেছে, কোনটায় পর পর ধাক্কা অপেক্ষাকৃত ধীরে পড়িতেছে । এই সকল নানাজাতীয় অর্থাৎ ছোট বড় নানা আকারের ঢেউয়ের মধ্যে কোনটার সঙ্গে রক্তানুভূতির, কোনটার সঙ্গে পীতানুভূতির, কোনটার সঙ্গে নীলানুভূতির সংস্রব রহিয়াছে। একটা আসিয়া ধাক্কা দিলে রক্ত অর্থাৎ একটা বিশেষ রক্তবর্ণের জ্ঞান জন্মায় । মনে রাপিও, রক্তই এত নানাবিধ আছে, যে ভাষায় তাহা প্রকাশ করিতে পারি না । আবার একটা বিশেষরূপ ঢেউ লাগিলে বিশেষরূপ নীলের অনুভূতি জন্মায় ; ইত্যাদি । স্বর্যোর আলে। আসিতেছে বলিলে বুঝিবে আকাশ বাহিয়া নানাবিধ ছোট বড় ঢেউ আসিতেছে । সকল ঢেউ চলে একই বেগে ;– সেকেণ্ডে প্রায় লক্ষ ক্রোশ বেগে । কিন্তু কোনটা একটু দীর্ঘ, কোনটা একটু খাট । তাহদের দৈর্ঘ্য মাপিবার সময় গজ ফুট ইঞ্চির মাপকাঠির ব্যবহার চলে না ; তাহারা এত ক্ষুদ্র, যে ইঞ্চিকে দশ লক্ষ ভাগ করিয়। তাহারই মাপকাঠি তৈয়ার করিতে হয় । এরই মধ্যে আবার যে একটু লম্ব, সে লাল জ্ঞান জন্মায়। যে আর ৪ ছোট ; সে পীতজ্ঞান জন্মায়। আরও ছোটতে হরিৎ ; আরও ছোটতে নীল । আবার কতকগুলি ঢেউ এত বড় বা এত ছোট, যে চক্ষু স্ত্রের বন্দোবস্তের দোষে মস্তিষ্ক পৰ্য্যন্ত ,পোছতেই পারে না অথবা পৌছিলেও কোনরূপ বর্ণজ্ঞান জন্মায় না । BB BBBB SBKSBBSBB BBB BBS BBB S BBBBS বর্ণের মধ্যে কতকগুলাকে বিশুদ্ধ বলিয়াছি,–এইগুলি স্বৰ্য্যের আলোককে নিউটনের উদ্ভাবিত প্রক্রিয়া দ্বারা বিশ্লেষণ করিলে দেখিতে পাওয়া যায় ; আর কতকগুলাকে অবিশুদ্ধ বা মিশ্র বলিয়াছি,— ইহারা ঐরূপে বিশ্লিষ্ট স্বর্য্যের অালোকে বিদ্যমান থাকে না, তবে বিবিধ দ্রব্যের পিঠ হইতে যে যে আলো আসে তাহাতে থাকে । বিশুদ্ধ বর্ণ