পাতা:জিজ্ঞাসা.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বণ-রহস্য b"○ মাথার উপর উহার মাথা পড়ে, ইহার পেটের উপর উহার পেট পড়ে ; আবার কোথাও বা এক সারির মাথার উপর আর এক সারির পেট পড়ে। এরূপ ঘটনা জলাশয়ের পৃষ্ঠে সৰ্ব্বদাই প্রত্যক্ষ দেখা যায়। এখন একটার মাথার উপর আর একটার পেট পড়িলে উভয়ে কাটাকাটি হইয়া সেখানে মাথাও থাকে না, পেট ও থাকে না । সেখানে জল উচুও হয় না, নীচুও হয় না ; ঠিক সমতল থাকিয়া যায় ; ঢেউএর উপর ঢেউ পড়িয়া পরস্পরকে নষ্ট করিয়া ফেলে । জলের ঢেউএর মধ্যে যেমন কাটাকাটি হয় ; তেমনি আকাশের ঢেউএর মুধ্যেও কাটাকাটি হয়। পেটের উপর মাথা ও মাথার উপর পেট কোন ক্রমে পড়িলেই কাটাকাটি হহয়। ঢেউ নষ্ট হইবে । ফলে আমরা যাহ।কে ছায়। বলি ও অন্ধকার বলি, তাহ এইরূপ কাটাকাটিরই ফল । আঁধারের মধ্যে আকাশের ঢেউ একবারে নাই, এরূপ মনে করি ৪ না ; সেখানে এত অসংখ্য ঢেউ এ দিকে ওদিকে ছুটাছুটি করিতেছে, যে পরস্পর কাটা কাটিতে সকলেই লুপ্ত হইয়া গিয়াছে । আলোতে আলোতে মিলিয়া একবারে আঁধার হইয়া গিয়াছে। এইরূপে আলোর উপর আলো চড়িয়া আঁধার হইয়া যায়। কিন্তু কখনও বা সম্পূর্ণ আঁধার না হইয়া আলোটা রঙিল হইয়া যায় । স্থৰ্য্যের আলোকের মধ্যে লাল আলো, লাল আলোর সঙ্গে মিলিয়া লালকেই বিলুপ্ত করে ; নীল নীলের সঙ্গে মিলিলে নীলই বিলুপ্ত হয়। যাগ অবশিষ্ট থাকে, তাহ রঙিল আলো। শাদা হইতে তাহার একটা অংশ নষ্ট হইলে বা অপসারিত হইলে যাহা অবশিষ্ট থাকে, তাহ রঙিল। - এইরূপে বর্ণোৎপত্তির দৃষ্টান্ত বিস্তর পাওয়া যায় । জলে এক ফেঁটা তেল ফেলিলে সেই তেলের ফোট অনেকটা বিস্তীর্ণ জায়গায় তখনই ছড়াইয় পড়ে। তখন তাহাতে বিচিত্র বর্ণের বিকাশ দেখা যায়। জলের উপর তেলের একখানি সূক্ষ্ম পরদা বা আস্তরণ পড়িয়া