পাতা:জিজ্ঞাসা.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণ-রহস্য bool কুঠরি মধ্যে বায়ুতে কত কোটি ধূলিকণা আছে গণিতে অধিক আয়াস পাইতে হয় না। এই ধূলিকণা আকাশের নীল বর্ণের কারণ। আকাশ বাহিয়া ছোট বড় নানাবিধ ঢেউ চলে । ধূলিকণাগুলি এত ছোট, যে লাল আলোর ঢেউ বা পীত আলোর ঢেউ তাহদের পক্ষে বৃহৎ ঢেউ ; উহাৱা ধূলিকণা অতিক্রম করিয়া চলিয়া যায়। নীল আলোর ঢেউ ছোট, তাই তাহারা ধূলিকণাতে প্রতিষ্ঠত হইয়া ফিরিয়া আসে। যেমন ক্ষুদ্র উপলখও জলের বড় বড় তরঙ্গকে প্রতিহত করে না, তবে ছোট ছোট মৃদ্ধ হিল্লোলকে ফিরাষ্টয়া দেয় ; কতকটু সেইরূপ স্বর্যোর শুভ্র আলোক বায়ুরাশিতে প্রবেশ করে । রক্ত পীত অবাধে চলিয়া যায় । নীল ফিরিয়া আসিয়। চোখে লাগে । - অস্তের সময় ও উদয়ের সময় দিশ্বলয় অরুণ রাগে রঞ্জিত হয় । স্বৰ্য্যের আলো তখন গভীর বায়ুস্তর ভেদ করিয়া আসে । ধূলিকণায় ঠেকিয়া নীল অালোর ভাগ প্রতিহত হয় ও স্বর্যের অভিমুখেই ফিরিয়া যায় । রক্তের ভাগ ও অরুণের ভাগ বায়ু ভেদ করিয়া আসে । সেই অরুণরাগরঞ্জিত আলো ত্যাবার মেঘের গায়ে পড়িয়া প্রতিফলিত হইয়া বিচিত্র অরুণ বর্ণের বিকাশ করে । শোণিতের বর্ণ লাল ; তরল শোণিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভাসে ; তাহারা নীলের ভাগ চরণ করিয়া ও শোষণ করিয়া লয়। বৃক্ষ লতা তৃণ, উদ্ভিদের সাধারণ বর্ণ হরিৎ ; তাঙ্গদের পাতার গায়ে এক প্রকার প্রলেপ থাকে, উতা লোহতের ভাগ হরণ করে ও শোষণ করে । যে সকল ঢেউ প্রতিফলিত করে, তাহার একত্র মিশিয়া হরিতের আবির্ভাব করে । s হরিতালের পীত, সিন্দূরের লোহিত, তুতের নীল, হীরাকষের সবুজ, একই কারণে উৎপন্ন । শাদা আলোর মধ্যে কেহ কোন রঙের ঢেউ বাছিয়া গ্রহণ করে, কেছ আর কোন রঙের ঢেউ বাছিয়া গ্রহণ করে ;