సి a জিজ্ঞাসা পড়িত। অন্ততঃ বর্তমান রঞ্জিত বিচিত্র জগতে যিনি কিছুদিন বাস করিয়াছেন, তাহাকে কোন একরঙ জগতে ছাড়িয়া দিলে তাহার জীবনধারণ সমস্ত হইত । বর্ণবৈচিত্র্যে জীপনদাত্ৰীপ ও জীবনরক্ষার বন্দোবস্তের সুবিধা হয় ; আর তাছাড়া খানিকট। আনন্দ ও আরামও লাভ করা যায় । কিন্তু এই পৰ্য্যন্ত বলিলে তৃপ্তি হইবে না । আরও স্বক্ষ হিসাবে আসিতে হইবে । আকাশের নীলবর্ণের উপযোগিতা কি ? আকাশ নীল হওয়াতে কিছু লাভ হইয়াছে কি ? নীলাকাশ দেখিয়া চিন্ত পক্ষুণ্ণ হয় জানি ; কিন্তু নীল ন হইয়া আকাশ যদি লাল হইত, তবে তেমন প্ৰফুল্লতা জন্মিত কি না, সহজে বলিতে পারি না । সিন্দূরের রক্ত রাগে, হরিতালের পীত রাগে, এমন বিশেষ মঙ্গলময় উদ্দেগু কিছু আছে কি ? সুন্দরীর ললাটরঞ্জনের জন্য সিন্দূৰ্ব স্বল্প হইয়া সিন্দূরস্রষ্টার মঙ্গলোদেশু পূর্ণ ‘করিতেছে বলিতে পার ; কিন্তু যখন সুন্দরীর ক্রোড়স্থিত শিশু সুন্দরীর অজ্ঞাতসারে সিন্দূরের বর্ণে আকৃষ্ট হইয়া উহা গলাধঃকরণ করে, তখন সেই মঙ্গলোদেশু কোথায় থাকে ? নীলাম্বুধির নীলিম নয়নের তৃপ্তিসাধন করে সত্য ; কিন্তু প্রাকৃত নীলাম্বুধি পৌরাণিক ক্ষীরস্থাপতে পার ণ ত হইলে কি আর০ উপাদেয় হইত না ? তমালতালীবনবাজনাল সাগরবেল নয়নরঞ্জিনী সন্দেহ নাই ; কিন্তু নীলার বদলে পী । বিশেষণ বসাইবার অবকাশ দিলে নয়ন কি একেবারেই ঝলসিয়! যাইত ? এই সকল প্রশ্নের উত্তর দিবার ক্ষমতা আমাদের নাই । তত্ত্বন্বেষী পরামর্থবেতাদের জন্য এই সকলের মীমাংসার ভার রাখিয়া দিয়া আমরা জগতের বর্তমান বর্ণবৈচিত্র্য যে আনন্দটকু পাইয়া থাকি, তাহারই উপভোগ করিয়া তৃপ্ত হইব । আকাশ নীল ন হইয়া পী ত হইলে কি দোষ তইত, তত্ত্বান্বেষীরা স্থির করিয়া আমাদিগকে বলিয়া দিবেন। আমরা উত্তরের অপেক্ষ না করিয়া সেই নীল রূপে
পাতা:জিজ্ঞাসা.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।