পাতা:জীবনসঞ্চার.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চার। 69 حص مسحوبسسسسسسسسسسسسسسسسس. উপক্রমণিকা, যে অন্তর্নিহিত বৃত্তির উপর মানবমণ্ডলীর সুখ দুঃখ নির্ভর করিতেছে, তৎসম্বন্ধীয় নিয়মবলী প্রচার করিবার সময় ত্যাসিয়াছে । তামরা সন্তানোৎপাদিক। বৃত্তির কথা বলিতেছি। আমদের ভাবী বংশাবলী তাছাদের সুখ বা দুঃখের ভার, স্বাস্থ্য বা রোগপ্রবণতা, আমাদের নিকট হইতে প্রাপ্ত হইবে । আমরা উল্লিখিত রক্তিকে যে নিয়মে পরিচালিত করিব তদনুসারে আমাদের বংশধরগণ সুখ বা দুঃখ, রোগ বা অনাময়, প্রাপ্ত হইবে । জীবনের বিশুদ্ধ তামোদ, এবং সভ্যতার কলঙ্ক স্বরূপ শত শত মহাপাপ, সকলই কেবল উপযুক্তি বৃত্তিটার উপর নির্ভর করিতেছে । এই সমুদয় আলোচনা করিলে, স্পষ্টই বুঝা