পাতা:জীবনসঞ্চার.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচনা। জরায়ুতে জীবনসঞ্চারের সঙ্গে সঙ্গেই স্ত্রী পুরুষের জাতিগত বিভিন্নতা আরম্ভ হয়। মানববীৰ্য্যের পরিপক্কতার তারতম্যানুসারে যে গর্ভস্থ প্রাণী স্ত্রী বা পুরুষ হইবে ইহার কোন অর্থ নাই । গর্ভসঞ্চারকালে পরমপিত। যে প্রাণীকে স্ত্রীত্ব প্রদান করিবেন, সে স্ত্রীজাতি হইবে, যাহাকে পুরুষত্ব প্রদান করিবেন সে পুরুষ হইয়া জন্মগ্রহণ করিবে। বিজ্ঞান, স্ত্রীপুরুষের জাতিগতপার্থক্যোৎপাদক আর কোন ও বিশিষ্ট কারণ আবিষ্কার করিতে পারে নাই । ভূমিষ্ঠ হুইবার কাল হইতেই স্ত্রীপুরুষের জাতিগত বিভিন্নতা লক্ষিত হইয়। থাকে। পণ্ডিতবর্গ নবপ্রসুত বালক ও বালিকাগণের গুরুত্ব ও দৈর্ঘ্য তুলনা করিয়া দেখিয়াছেন । র্তাহারা স্থির করিয়াছেন যে নবপ্রসুত বালিকাপেক্ষ বালকগণ প্রায় আৰ্দ্ধসের অধিক ভারী ; দৈর্ঘ্যেও বালকগণ বালিকাগণাপেক্ষা , ইঞ্চি বড় ।