পাতা:জীবনসঞ্চার.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চ:র । లి কামবৃত্তির উদ্ভবের সময় পিতামাত। বালকগণকে সর্বদা সাবধানে না রাখার ফল কত ভীষণ । কত মানসিক কষ্ট, কত শারীরিক ব্যাধি, কি ভয়ানক নৈতিক অবনতি পিতামাতার ঔদাস্য হেতু সতত ঘটিতেছে । এই পবিত্ৰ কামরক্তি অন্যায় পথে পরিচালিত হইয়া কত পৈশাচিক নারকীয় ক্রিয়া কলাপের অনুষ্ঠানের সহায়তা করিতেছে ! লিখিতে হৃদয় স্তম্ভিত হয়, প্রাণ কঁদিয়া উঠে, কিন্তু আমাদের বিদ্যালয়স্থ বালকগণের নৈতিক অবস্থার কথা না লিখিয়া থাকিতে পারিলাম না । বিদ্যালয়ের ব{লকগণ এ পর্য্যন্ত যত বিবাদ করিয়াছে, ঙ্গ সুসন্ধান করিলে জানিতে পার। যাইবে যে সেই সমস্ত বিবাদের মুলে বলবর্তী অবৈধ কামে স্থ। বৰ্ত্তমান আছে । নরপিশাচ পুংমৈথুনকারাদিগের হুস্তে সুন্দর বালকদিগের নিস্তার না সহজে তাহাদিগের পাপ ইচ্ছ। চরিতার্থ করিতে সম্মত ন হইলে সেই হতভাগাগণ ছুরিকাঘাতে সুন্দর বালকগণের জীবন হরণ করিবে বলিয়া ভয় প্রদর্শন করে । এই পাপস্রোত নিবারণের কি উপায় নাই ? R