পাতা:জীবনসঞ্চার.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°, ჯ) জীবন সঞ্চর । অপরিমিতরূপে প্রশ্রয় প্রদান করিলে অনেক ব্যাধির উৎপত্তি হয় । অনেক চিকিৎসক ব্যাধির এপ্রকার কারণ নির্দেশ করিতে লজ্জা অনুভব করেন । কিন্তু আমাদের মতে এপ্রকার অন্যায় লজ্জা পরিহার করা উচিত। অবিবাহিতাবস্থার সুবিধা ও অসুবিধা। বিবাহ করিবার পূর্বে, বিবাহ করা উচিত কি অনুচিত তাহ বিবেচনা করিয়া দেখা বিধেয় । আমরা নিয়ে বিবাহিত ও অবিবাহিত অবস্থার তুবিধা ও অসুবিধা তুলনা করিয়া দেখিব । দেহের বিনাশের সহিত যদি মানবের সমস্ত কুরাইয়। যাইত, তাহ হইলে বিবাহ না করাকে আমরা অত্যন্ত গৰ্হিত কাৰ্য্য বলিয়া নির্দেশ করিতাম। কিন্তু ইহলোকের এই ক্ষণভঙ্গুর জীবনই সসুয্যের সর্ববস্ব নছে ; এ জীবনের পর আর এক অনন্তজীবন আছে। সেই জীবনের সুখভোগ চেষ্টা এ জীবনে করিতে হইবে ।