পাতা:জীবনসঞ্চার.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8の জীবন সঞ্চার । শুক্রক্ষয় হইলে অধীর হইবার কোন বিশেষ কারণ নাই ; মন পবিত্র রাখিলে কষ্টভোগ করিবার সম্ভব নাই । কিন্তু বাস্তবিক ধাতুর পীড়া হইলে ভাবনার বিষয় আছে বটে। কি কারণে এই রোগের সঞ্চার হয় আমরা তাহ লিখিতেছি । যাহতে এরোগের সঞ্চার না হয়, তদ্বিষয়ে সকলেরই যত্নবান হওয়া উচিত। হস্তমৈথুনই এই রোগের প্রধান কারণ। হস্তমৈথুনহেতু যে ধাতুর পীড়ার আবির্ভাব হয় তাহ। শীঘ্র আরোগ্য হয় না । কেন না হস্তমৈথুনকারী কোন মতেই ঐ নারকীয় ব্যাপার হইতে নিরস্ত হইতে পারে না । যতই সতর্ক করিয়া দেও, পাপী সে কথায় কর্ণপাতও করিবে না । ভোগাধিক্যও এই রোগের আর একটী কারণ। বিবাহিত অবস্থায় অপরিমিতরূপে ইন্দ্রিয়বৃত্তি চালনা করিলেও এ পীড়ার উদ্ভব হইতে পারে। কিন্তু তাধিকাংশ অবিবাহিত লোকেই অবৈধরূপে ইন্দ্রিয় চালনা করিয়া এই রোগগ্ৰস্ত হয় । অসৎচিন্তাও এই ব্যাধি উৎপন্ন করিতে পারে। পেটে কুমি বা ক্ষত থাকিলে, পাথরী বিদ্যমান থাকিলে এই