পাতা:জীবনসঞ্চার.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । S)? বেশ্বাসক্ত মানবও উপদংশ, প্রমেহ ইত্যাদি পীড়ণক্ৰান্ত হইয়া অসীম যন্ত্রন উপভোগ করে । মত্ততা, কলহ, পাপাচার, অসীম লাঞ্ছনা, ইত্যাদি বেশ্বাসঙ্গমের চিরসহচর । বেশ্বাসক্ত হইয়া কত কত লোক নিঃস্ব হইয়। পড়িয়াছে তাছার ইয়ত্ত। নাই। তবে হিন্দুর স্বর্গে—যুগের স্থানে, পুণ্যের স্থানে—বেশ্য আসিল কেন, হিন্দুশাস্ত্রে বেশ্বাদর্শন পুণ্যকগৰ্ঘ্য বলিয়। প্রথিত হইল কেন ইহাত তামাদের ক্ষুদ্র মস্তিকে ধারণা করিতে পারিলাম না । কেমন করিয়া সমাজে বেশ্য তামিল ? এত স্ত্রীলোক বেশ্য হইল কেন ? উস্তরে অনেকে বলিবেন যে স্ত্রীলোকের কাম অত্যন্ত প্রবল--পুরুষের অপেক্ষ ৪৮ গুণ অধিক---বেশ্বাই তাছার প্রমাণস্থল। কিন্তু একথা নিতান্ত প্রমাদসকুল । স্ত্রীলোকের কাম প্রবল নহে ; প্রণয়েছ। স্ত্রীলেকের হৃদয়ে বলবতী । ভূমণ্ডলে স্ত্রীলোকের মত ভালবাসিতে কেহ জানে না । প্রবল প্রণয়বাসনাই বেশ্য উদ্ভবের প্রধান কারণ। স্ত্রীলোক বিবাহিত স্বামীকে ভালবাসিতে পারিল না, হৃদয় অন্য একজনকে ভাল বাসিতে চাহিল, সে তাহ