পাতা:জীবনসঞ্চার.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চর । Cés শূন্য-হৃদয়া বিধবা একজন অন্তরের মানুষ পাইবার জন্য ব্যস্ত হয়। হৃদয় খুলিয়া বলিবে কাহার কাছে তাই সে অনুসন্ধান করিতে থাকে । অবশেসে অভাগিন অবৈধপ্রণয়ে পতিত হইয়। স্বৰ্গপথচ্যুত হয় । কতকগুলি স্ত্রীলোক ( বেশ্যার কন্যা ) বেশ্যাবৃত্তি চালাইবার জন্য প্রতিপালিত হইয়া থাকে। বলাৎকত ও প্রলোভিত হইয়। অনেক স্ত্রীলোক বেগু্যারত্তি অবলম্বন করে । এই প্রকার নান। কারণে সংসারে বেশ্যার উদ্ভব হইয়। বেশ্যণসংখ্যা দিন দিন রদ্ধি প্রাপ্ত হইতেছে । বেশ্য প্ৰবৰ্ত্তন এবং বেশ্যারদ্ধির জন্ত পুরুষ যে দায়ী নহে একথা বলা যাইতে পারে না । পুরুল সৎ হইলে স্ত্রীলোক কাছাকে লইয়৷ অসতী হইবে ? কি উপায়ে সমাজ হইতে এ পাপ দূরীভূত হইতে পারে ? অযোগ্য পরিণয় নিবারণ, স্ত্রীদিগকে অর্থ ও বেশভূষা প্রদান, বিধবাবিবাহ প্রবর্তন, এই গুলির নিতান্ত আবশ্যক । “উলবোনা” “কাপড় তোল৷” ইত্যাদি কাৰ্য্যদ্বারা যাহাতে স্ত্রীলোক অর্থোপার্জন করিতে পারে তাহার উপায় করিয়া দাও ।