পাতা:জীবনসঞ্চার.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@S) জীবন সঞ্চfর । বিধবার বিবাহ অশাস্ত্রীয় নহে ইহা প্রমাণিত হইয়াছে টোলের conservative পণ্ডিতগণ যাহাই বলুন আমাদের এবিষয়ে বিন্দুমাত্রও সন্দেহ নাই । পোড়া সমাজে আজিকালি আর সারত্ব, মহত্ত্ব নাই, তাই আজি গোরু, মুরগি খাইয়াও লোকে সমাজে প্রতিপন্ন হইতেছে, আর যিনি বিধবাবিবাহের পৃষ্ঠপোষক তিনিই সমাজচ্যুত হইতেছেন । এমন ন হইলে আর বাঙ্গালীর এদুর্দশা হইবে কেন ? বোম্বাই, মাত্রাজ, গাত্রনাড়া দিয়া উঠিয়াছে, কিন্তু বাঙ্গাল আজিও ঘুমের ঘোরে প্রলাপ বকিতেই রত। আজি কালি আবার অনেক গুলি নব্যযুবক আর এক নূতন স্থর ধরিমাছেন ; তাহারা অর্থনীতি, সমাজনীতি ইত্যাদির দোহাই দিয়া বিধবা বিবাহ অনিষ্টকর ইহাই প্রমাণ করিতে উদ্যত হইয়াছেন । আমরা একে একে র্তাহাদের যুক্তির অসারবত্ত। প্রমাণ করিব । নব্যগণ বলেন যে স্ত্রীলোক একবার একজনকে পতিত্বে বরণ করিয়! কেমন করিয়া অন্য