পাতা:জীবনসঞ্চার.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চর। (: 3 একজনকে পতিভাবে সম্বোধন করিবে ? আমরা বলি বালবিধবা পতিভাবে কাহাকেই হৃদয়ে স্থান দেয় নাই, পাচ, সাত কিম্বা নয় বৎসরের বালিকার চিন্তাশক্তি ত যথেষ্ট, তাহার বুদ্ধিও ত যথেষ্ট প্রখর, সে আবার একজনকে হৃদয়ে স্থানও ত’ যথেষ্ট দিয়া থাকে। ১১ বা ততোধিক বৎসর বয়স্ক বিধবার হৃদয়ে পতিয়ন্তি প্রতিফলিত হয় ত্য ; কিন্তু সেই অপরাধে যদ্যপি তাহার বিবাহ না হয় তাহ হু চলে ৭০ বৎসর বয়স্ক সুতদার পুরুম পুনৰ্বার দীর পরিগ্রহ করেন কি প্রকারে তাহ। আমরা বুঝিতে পারি না। আমরা ঘোর সাম্যবাদী নচ, তত্ৰাচ আমর। এসম্বন্ধে স্ত্রীলোকের জন্য এক’নিয়ম, পুরুসের জন্য অস্ত্য নিয়মের পরিপোসকতা করিতে পারি না । নব্যগণের দ্বিতীয় যুক্তিটি হাসিয়া উড়াইয়া দিবার যোগ্য তত্ৰাচ যুক্তিটি ঠিক কি না একবার বিচার করিয়া দেখা কৰ্ত্তব্য । যুক্তিটি এই “বিধবাদিগের বিবাহ হইলে, অনেক অবিবাহিত নারী বর খুজিয়া পাইবে না—কত জনকে চিরকুমারী হইয়া থাকিতে হইবে-বিবাহের বাজার