পাতা:জীবনসঞ্চার.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ জীবন সঞ্চার । আছার সংস্থান করিতে ব্যস্ত হইয়া অনেক সময়ে আত্মত্যাগ স্বীকার করে । মানব ভৌতিক এবং আধ্যাত্মিক পদার্থের সমাবেশ। ভৌতিক দেহের জন্য বিবাহু নিতান্ত আবশ্যক। শরীরতত্ত্ববিৎ জন্মদান কাৰ্য্যকেই মনুয্যের সর্বপ্রধান কাৰ্য্য বলিয়া বিবেচনা করেন । মন্থয্যের অধ্যাত্মিক অংশের তৃপ্তির জন্য বিবাহ নিতান্ত অবশ্যক । মানবের সামাজিক এবং নৈতিক অবস্থার সহিত বিবাহ অচ্ছেদ্য বন্ধনে বদ্ধ। বিবাহ দুইটা স্ত্রী পুরুষের সংযোগ ; সন্তানোৎপাদন ইচ্ছাই এই সংযোগের মূল কারণ। স্ত্রী পুরুষ পরস্পরকে সাহায্য করবে, বিপদে আপদে পরম্পরকে উৎসাহ দান করিবে এই প্রকার অনুষ্ঠান করিতে প্রস্তুত হইয়াই বিবাহ করা কৰ্ত্তব্য । “পুত্রার্থে ক্রিয়তে ভাৰ্য্য।” । যে বিবাহে সন্তানোৎপাদন হইবার সম্ভব নাই, সে প্রকার বিবাহ না করাই কৰ্ত্তব্য । বিবাহের পূর্বে উৎপাদিকাশক্তির সঞ্চার হওয়া চাই । পুরুষধৰ্ম্মককাল প্রাপ্তির অনেক পরে, যখন সৰ্ব্বায়ব