পাতা:জীবনসঞ্চার.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । ৬ { স্ত্রীর অপেক্ষ স্বামীর বয়স ৫ হইতে ১০ বৎসর অধিক হওয়া চাই । ইহার কম হওয়া অন্যায় । স্ত্রীলোকের আশ্চৰ্য্য বৃদ্ধির কথা সকলেই অবগত আছেন ; ছুই জনেরই বয়স এক হইলে স্ত্রী যখন বৃদ্ধ হইয়া পড়িবে স্বামীর রিপু তখনও প্রবল থাকিবে । এরূপ হইলে যথেষ্ট অসুবিধা জন্মিতে পারে | স্ত্রীলোকের " বৎসর পূৰ্ব্বে বিবাহ করা উচিত নহে । পুরুষের ২৫ বৎসর বয়সের পূর্বে - বিবাহ না হওয়াই উচিত। তবে আমাদের দেশে এ নিয়ম চলিতে এখনও বহু বিলম্ব আছে । রাধিকাবাব তাহার “স্বাস্থ্যরক্ষায়” স্ত্রীলোকের ১৫ ও পুরুষের ২১, বিবাহ যোগ্য বয়স বলিয়। নির্দেশ করিয়াছেন ; ব্রাহ্মদিগের বিবাহ আইনে স্ত্রীলোকের ১৪ এবং পুরুষের ২৪ বৎসর বিবাহ যোগ্য বয়স বলিয়া নির্দিষ্ট আছে। হিন্দু সংসারে স্ত্রীলোকের ১৩ এবং পুরুষের ২৩ বৎসর বয়সে বিবাহ হওয়াই ভাল । কেনন কোন হিন্দু পিতাই চতুর্দশ কিন্তু পঞ্চদশ বৎসর বয়স্ক কন্যাকে অবিবাহিত রাখিতে প্রস্তুত হইবেন না ;