পাতা:জীবনসঞ্চার.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- औदमगएंsग्न ! গর্ভস্রাব হইবার বিশেষ সম্ভব। গর্ভস্রাব না হইলেও স্তনদুগ্ধ কমিয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হইবার দুইমাস পর হইতে স্ত্রী সহবাস আরম্ভ করিতে পারা যায় । যদি প্রসবকালে স্ত্রী অতিশয় কষ্ট পাইয়া থাকেন তাহা হইলে অন্ততঃ তিনমাস পরে রমণ করা উচিত । তামরা উপরে যাছা লিখিলাম তাহ পাঠে হয়ত অনেকেই বিরক্ত হইতে পারেন । অনেকে হয়ত বলিতে পারেন যে “ভোগাধিক্য করিওন।” "স্ত্রীর অমতে রমণ করিওনা” “গর্ভাবস্থায় রমণ করিওনা” “ঋতুকালে রমণ করিওনা” কেবল ইহাই লেখা হইয়াছে । যদি সততই ইন্দ্রিয় দমন করিতে হইল তবে আর বিবাহে সুখ কি ? উত্তেজিত বৃত্তিকে সতত অতৃপ্ত রাখা অপেক্ষ একেবারে বিবাহ না করাই ভাল । আবার ছয়ত কেহ বলিবেন যে স্ত্রীর ইচ্ছা হইল না হইল তাহা আমার জানিবার আবশ্যক কি ? তাছার কষ্ট হইবে কি না আমার তাছা জানিবার আবশ্যক কি ? শাস্ত্রও আইনমতে, লোকতঃ ধৰ্ম্মতঃ যে আমার তাহার সছিত আমি যাহা ইচ্ছা করিব ।