পাতা:জীবন তারা.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& জীবন তারা । জানতে আপনি তখন বিনয়ে শুক, হৃদে অতি সকৌতুক, বাক্য জিনিসুধায়সুধায়। সত্যবলংশার,কেবা এই জটাধাবী, কার পুত্র নিবাস কোথায় ॥শারী বলে প্ৰাণেশ্বর,বষু নামেনর বব,সিন্ধুপুর যার রাজধানী। বড় পুণ্যবান সেই, তাহার তনয় এই, জীবন ইহাব নাম জানি। অপকালে বিয়ে করি, কামিনী রে পরিহরি,দেশান্তী হইয়ে বেড়ায়। যুবতি জনকঘবে,"রং কাম শরে,মরং বিচ্ছেদেব দায়৷ এইৰূপে ছল করি, দ্রুতহয়ে মহেশ্বৰী,শিবেবে লইয়ে অন্তদ্ধান । যিনি ব্যাপ্ত সৰ্ব্ব স্থলে, কি নাহয় তাঁর ছলে, শুনিয়ে জীবন কত জ্ঞান ॥হরিপাল বসবাস, যুশশ্চন্দ্র সুপ্রকাশ,কায়স্থ ভূবনেশ্বর স্থায়। চাহাব বংশতে • দীন, রসিক সুরসাধন, ন রসের গীত গায । অথ জীবনের খেদ । রাগিণী বিবিটি। তাল তেতাল।। - তাহার কারণ মনোকরে যে কেমন । ঘে কবে কহিব করে কে আছে এমন ॥ ভাবিতে তাহার রূপমনে জলাভন না ভাবিলে ভাব নায় যায় যে জীবন। ধ্রু॥ পয়াব। অন্নদা দাসেরে ছল গেলেন কাশীতে। জীবন দুঃ খের জলে লাগিল ভাসিতে। তারার কুপায় তারা মনে পড়ে যায়। তারানামে বহে জল নয়ন তারায। তেমন কামিনী তাবা নয়নের তারা। তারা বিনে বুঝি আজি বনে যাই মারা। বালি কায় তার রূপ দেখেছি যেমন না জানি যৌবন কালে এখন