পাতা:জীবন তারা.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°C● জীবন তারা । করে কাশী,এক্ষণে মথুরাবালি, ভাসিয়েছে আনন্দ সলিলে। তাঁর রঙ্গ শুন যদি, উথলিবে লজ্জা নদী, পলাইবে পরিচয় দিলে। পূৰ্ব্বে বরং ছিল ক্লেশ, এখন সুখের শেষ,বিশেষ কহি ন্তে কিছু নারি। রসিক কহিছে ধন্য,রসিকের অগ্রগণ্য,ধূৰ্ত্ত রাজ তুমি জটধারী। অথ সন্যাসীর সহ তারার কথা । রাগিণী বিকিট । তাল জৎ। প্রাণ বধু শ্যাম কেমন আছে গিয়া মথুৰায়। পরেকিসে মোহনধড়া মোহন ৰাশিটা বাজায়। বাঁকা হয়ে কদম তলে, দাঁড়ায় কি জয় রাধা বলে, গোধন লয়ে বংশী বদন,বংশী বট বিপিনে যায় ॥ ধ্রু । পয়ার। আক্ষেপেক্তি । বাক্য জিনিয়াসু্যায়।বাক্য জিনিয়াসুধায়। চন্দ্ৰাননী চন্দ্র মুখী হাঙ্কাসুধারা শুনি গোসাঞি কি বল। শুনি গোসাঞি কি বল। শুনিতে কুশল তার বাসনাকি বল ॥ ভস্ম মাখে কি সে গায়। ভস্ম মাখে কি সে গায়। • রামজী কেযণজী বলে সদা গীত গায়। সে কি খায় সিদ্ধি ঘুটে। সে কি খায়সিদ্ধি ঘুটে । তীর্থ ঘুটে বেড়ায় কৃড়ায় কাষ্ঠ ঘুটে । সে কি বাঘ ছাল পরে। সে কি বাঘছাল পরে। কত বড় জটা তার মন্তক উপরে ॥