পাতা:জীবন তারা.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ জীবন তারা । শুনে হাসিলসে ধনি ৷ শুনেহাসিল সে ধনি। আজিকি শুনালে প্রস্থ সুমধুরধনি৷ মবি গোসাঞি গোসাঞি । মীর গোসাঞি গোসাঞি । কথা শুনে হাসি পায় সন্যাসী গোসাঞি । সত্য মিথ্যা কেবা জানে। সত্য মিথ্যাকেৰ জানে। তুমি জান ধৰ্ম্ম জানে আর জানে জানে ॥ তার শালীব কি ৰূপ। তার শালীর কি ৰূপ। কেমন যোগিনী ভাল বাসাই কি ৰূপ ৷ যোগী বলে মরি মরি। যোগী বলে মরি মরি। সে যে ভালবাসাবাসি কিকবসুন্দরী। যথা নুতন পিরিতি। যথা নুতনপিরিতি। সেই খানেতে চলাচল প্রেমের এরীতি। দেখ বেদাদি পুরাণ দেখ বেদাদি পুরাণ। সেই খানেতে ভগ্নস্নেহ যেখানে পুরাণ। বল কমল বাসিতে বল কমল বাসিতে। দেখেছ কি ভূঙ্গে ভালকোথায় বাসিতে ॥ হাস্যা কহিছে রসিক। হাস্যা কহিছে রসিক। যেখানে নুতন রস সেই খানে রসিক । অথ তারার খেদ । রাগিণী মোল্লার। তাল আড়ি ৷ নাথের বিচ্ছেদ বিষে বুঝি মোর গেল প্রাণ।