পাতা:জীবন তারা.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তার । ৩৭ রপক্ষেতেনীলাম্বর।একদ্রাহ্মমুক্তাব হার ভাৰি নিবন্তৰ ॥ জটাভার মোর পক্ষে চিকুর কুন্তল দিব্য স্বর্ণপাত্র জ্ঞান হয় কম গুল ॥তোমার কি বালাইহইতে সন্যাসিনী সুখেতে চাঁদের সুধাখাৰেবিনোদনী ॥ছদয়েতেপতিচাদ হইবে প্রকাশ। এই যে তোমার তীর্থপ্রয়াগ প্রকাশ ॥এ তীর্থেতে নাহিচাই চন্দন লেপন ।ইহাফেলে ছাই তীর্থে যাবে কি কারণ ॥ এ তীর্থেতে গলে পরে মুকুতাৰ হার কেমনে করিতে চাহ রুদ্রাক্ষ ব্যভার। এতীর্থেতে কবরী বান্ধিবে মনোনীত। ইহা ত্যজে জটা ভার সেনহে উচিত ॥এ তীর্থেতে নীলাম্বর বড় সুব্যভার । ব্যাঘ্ৰ ছালেশোভাকি লে৷ হইবে হোমার৷ এই ৰূপে দুই জনে কত কথা হয়৷রজনীহইল সাঙ্গ অকণ উদয়। দুর্গ বলে অমনি উঠিল তারামণি। প্রাতঃক্রিয়া আদি সাঙ্গ করিল তখনি ৷ দী সীবা করিয়া দিল পূজার উদ্যোগ । কুসুম চন্দন আর নানা উপভোগ। ভক্তি ভাবে বিনোদিনী বসিল পুঁজায়। উদেশে কুসুম দিল কালিকার পার। পূজা সমাপিয়ে মতি কান্তবে অমনি। ককাবেতে কালিকার স্তব করে ধনি ৷ রসিক কহিছে কালী দীনের এ ভয়। অন্ত দিনে পাছে দিনমণি সুতে লয়। অথ কালিকার স্তব । রাগিণী আলিয়া। তাল কাণ্ডয়ালি। কালি ভরস। মা তোর পদাশ্রয় কেবল ।